বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে অর্থাৎ দুই বাংলার রুপালি পর্দায় আগেও অনেক অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন। এখনও অনেকেই ওই ধারা বজায় রেখেছেন। তবে বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবার এক অন্য রকমের রেকর্ড গড়তে চলেছেন।
আসছে শুক্রবার একইসঙ্গে দুই বাংলায় মুক্তি পেতে চলেছে মিথিলা অভিনীত দুটি চলচ্চিত্র। বাংলাদেশে তথা ঢালিউডে ‘অমানুষ’, পশ্চিমবঙ্গের টলিউডে ‘আয় খুকু আয়’। বিষয়টি নিয়ে রোমাঞ্চিত অভিনেত্রী।
শৌভিক কুণ্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ ছবিতে মিথিলা অভিনয় করেছেন টলিউডের সুপারস্টার প্রসেনজিতের স্ত্রীর ভূমিকায়। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্র, প্রসেনজিতের মেয়ের ভূমিকায় দিতিপ্রিয়া রায়। সম্পূর্ণ নতুন লুক-এ অভিনয় করেছেন ‘বুম্বাদা’ নিজে।
গ্রামের এক বাবা-মেয়ের গল্প ঘিরে ছবি। মেয়েকে বড় করার লড়াইয়ে বাবা যেন একইসঙ্গে মায়েরও ভূমিকায়। নায়ক জিতের প্রযোজনায় এই ছবির প্রচার-ঝলক মুগ্ধ করেছে ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকেও। প্রসেনজিৎকে শুভেচ্ছা জানিয়ে সেই ঝলক শেয়ার করেছেন স্বয়ং বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
অন্যদিকে, বাংলাদেশের নতুন প্রজন্মের নায়ক নীরবের বিপরীতে মিথিলার প্রথম ছবি ‘অমানুষ’। বাস্তব ঘটনা অবলম্বনে ছবিটির পরিচালনায় অনন্য মামুন। এই ছবিতে নীরব-মিথিলা ছাড়া রয়েছেন কাজী নওশাবা আহমেদ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, রাশেদ অপু, ডনের মতো তারকা অভিনেতারা।
নায়ক নীরব গণমাধ্যমকে বলেন, “নগর জীবনের বাইরের গল্প। আশা করি দর্শক নতুন স্বাদ পাবেন। শ্যুটিংয়ের পুরো সময়টা জঙ্গল ছাড়া আর কিছুই দেখিনি। রাতে ঘরে ফিরে ঘুমিয়েছি। পরের দিন ভোরে আবার জঙ্গলে। সবাই পরিশ্রম করেছি। ছবির সাফল্য নিয়ে আমরা আশাবাদী।’’
একই দিনে দুই বাংলায় একসঙ্গে দু’টি ছবি মুক্তি পাওয়ার ঘটনায় ভীষণ খুশি মিথিলা। দর্শকের কেমন লাগবে ছবি দু’টি? তারই অপেক্ষায় প্রহর গুনছেন অভিনেত্রী।