ভারতের বিনোদন জগতে আবারও নক্ষত্রপতন হলো। বুধবার রাতে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।
আনন্দবাজার, সংবাদ প্রতিদিনসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গতকাল বুধবার রাতে একটি টেলিভিশন চ্যানেলের শুটিংয়ে ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়।
সেখানেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থাতেই ফিরে যান বাড়িতে। রাতে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। স্যালাইন দেওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। রাত ১ টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবাদপ্রতিম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর। কলকাতায় জন্মগ্রহণ করা এই সুদর্শন নায়কের প্রথম ছবি নন্দন দাশগুপ্তর “অপরাধী” হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি "পথভোলা"।
অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ পশ্চিমেবঙ্গের সাংস্কৃতিকমহল। মুখ্যমন্ত্রী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। টলিউডে দাপটের সঙ্গে অভিনয় করার পাশাপাশি টেলিভিশনে বিভিন্ন সিরিজ নাটকেও অভিনয় করেছেন তিনি।