অ্যাপসায় বাজিমাত ‘রেহানা’র

বিনোদন ডেস্ক

নভেম্বর ১২, ২০২১, ০২:২৭ এএম

অ্যাপসায় বাজিমাত ‘রেহানা’র

আবারো আন্তর্জাতিক মঞ্চে বাজিমাত করলো ‘রেহানা মরিয়ম নূর’। এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) ১৪ তম আসরে যৌথভাবে দ্বিতীয় শ্রেষ্ঠ পুরস্কার গ্র্যান্ড জুরি প্রাইজ জিতেছে। একই সঙ্গে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির ঠিক এক দিন আগে এ সুখবর এল।

অস্ট্রেলিয়ার ছবি ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লেজেন্ড অব মলি জনসন’ সিনেমার সঙ্গে গ্র্যান্ড জুরি প্রাইজ পাচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড জুরি। এ শাখায় এশিয়ার বাঘা বাঘা নির্মাতার সিনেমা প্রতিযোগিতা করে।

অ্যাপসায় এবার সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান ইসরায়েল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াসহ পাঁচ দেশের অভিনেত্রী। তবে এদের পেছেনে ফেলে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন রেহানা চরিত্রের অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় বাঁধন বলেন, ‘এর চেয়ে খুশি আর কিছু নেই আমার কাছে। এ আনন্দ আমি বোঝাতে পারব না। অনেক বড় একটা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম। এ অর্জন পুরো টিমের জন্য’। এসময় তিনি সিনেমাটির নির্মাতা সাদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা সিনেমা হয়েছে জাপানের ‘ড্রাইভ মাই কার’। সিনেমাটির পরিচালক রিয়ুসুকে হামাগুচি। এ ছবির জন্য এ বছর কান চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছিলেন এই নির্মাতা।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে অ্যাপসার ১৪তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা করেছে আজ ১১ নভেম্বর। এশিয়ার ২৫টি দেশ এ আয়োজনে অংশ নেয়। এ বছর চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল ৩৮টি সিনেমা। এ বছর ১১টি দেশের ১০টি সিনেমাকে পুরস্কার দেওয়া হয়। 

Link copied!