বিয়ে করেছেন দেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। প্রেম-বিয়ে নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার বিয়ে করলেন তিনি।
ইউটিউবার থেকে যারা মিডিয়ায় প্রবেশ করে তারকা হয়েছেন তাদের মধ্যে অন্যতম সালমান মুক্তাদির। প্রতিভা দিয়ে কাজ করার চাইতে সবচেয়ে বেশি আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। এই কন্টেন্ট ক্রিয়েটরের সাথে প্লে-বয় তকমাটা স্থায়ীভাবে জুড়ে গিয়েছিল। এসব নিয়ে মাথা না ঘামিয়ে নিজের মতো করে উপভোগ করতে চেয়েছেন এবং করেছেন জীবনকে। এত কেউ কিছু বললে তাকে দু-চারটা কথাও শুনিয়েছেন সালমান। অবশেষে থিতু হয়েছেন এক নারীতে। গত ৩০ এপ্রিল বিয়ে করলেও তা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ২ মে।
সালমান বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন। ব্যাচেলর জীবনে সালমান সব সময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। ২০১৭ সালের সেপ্টেম্বরে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার পর ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে জেসিয়া ইসলামের প্রেমের গুঞ্জন শোনা যায়।
ওই আয়োজনে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা হয় জান্নাতুল নাঈম এভ্রিলের নাম। এতে প্রশ্ন ওঠে, বিচারক নয়, আয়োজকের পছন্দে এভ্রিলের নাম ঘোষণা করা হয়। পরে যাচাই-বাছাই শেষে চ্যাম্পিয়ন হন জেসিয়া ইসলাম।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ অংশগ্রহণের আগেও গ্ল্যামার ওয়ার্ল্ডে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন জেসিয়া। ফ্যাশন হাউজ এক্সটেসির মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তবে মিস ওয়ার্ল্ডের মাধ্যমেই তারকাখ্যাতি পান। বিনোদন জগতের এক সময়ের দুর্দান্ত প্রেমিক জুটি ছিলেন জেসিয়া-সালমান। একসময় বিয়ের বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিলেও দেড় বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় তাদের।
তবে এবার বিয়ে করে থিতু হতে চলেছেন সালমান মুক্তাদির। সদ্য বিবাহিত স্ত্রীর সাথে বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লেখেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।
সালমান প্রকাশ না করলেও তার স্ত্রীর পরিচয় পাওয়া গেছে। স্ত্রীর নাম দিশা ইসলাম।
ফুয়াং কোম্পানির সত্ত্বাধিকারী শেখ নুরুল ইসলামের বড় মেয়ে দিশা। তাসনিম বর্ষা ইসলাম ওরফে আরজে তাজ হচ্ছেন দিশা ইসলামের ছোট বোন।
দিশা ইসলাম ২০১১ সালে হিমেল নামে এক শ্রীলঙ্কানকে ভালোবেসে বিয়ে করেন। সেই সংসারে দুই সন্তানের জন্মও দেন। তবে সংসারটি টেকেনি।
সম্প্রতি সালমান মুক্তাদিরের সাথে বন্ধুত্ব গড়ে উঠে দিশার। সেই বন্ধুত্ব থেকে প্রেম। বিয়ে করে এখন তারা আলোচিত দম্পতি।
প্রসঙ্গত, সালমান মুক্তাদিরের ইউটিউব চ্যানেলের নাম ‘সালমান দ্য ব্রাউনফিশ’। ২০১২ সাল থেকে তিনি কনটেন্ট বানিয়ে আসছেন। তার চ্যানেলটিতে ১৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
ইউটিউব জগতে দেশের সফলতম কনটেন্ট ক্রিয়েটর তিনি। বলা হয়ে থাকে তার নির্মিত কনটেন্ট দেখে কিংবা তাকে অনুসরণ করেই দেশে ইউটিউব-ফেসবুক কনটেন্ট ক্রিয়েশনের জোয়ার এসেছে। এজন্য অনেকে তাকে এই প্ল্যাটফর্মের ‘কিং’ বলে অভিহিত করেন।