ঈদে শতাধিক হলে শাকিব-বুবলির ‘লিডার আমিই বাংলাদেশ’

বিনোদন প্রতিবেদক

এপ্রিল ৭, ২০২৩, ০৩:১৫ এএম

ঈদে শতাধিক হলে শাকিব-বুবলির ‘লিডার আমিই বাংলাদেশ’

ঈদকে ঘিরে সিনেমা হলগুলোতে উৎসবের আমেজ বেশি মাত্রায় বিরাজ করে। করোনার কারণে দীর্ঘ দুই বছরে সিনেমা হলগুলো বন্ধ ছিল। অনেকটা অলস সময় পার করেছেন চলচ্চিত্র কর্মীরা। এবার ঈদকে সামনে রেখে চলচ্চিত্র পাড়ায় খুশির আমেজ বিরাজ করছে।

এবারের ঈদে ঢালিউডের নাম্বার ওয়ান অভিনেতা শাকিব খানের ভক্তদের জন্য রয়েছে খুশির খবর। অনেক দিন পর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে  তাঁর অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটি।  এতে শাকিব খানের  বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

ছবিটির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় অ্যাকশননির্ভর এই সিনেমাটি। চলচ্চিত্র পরিবেশনা ব্যবস্থাপক এম এম মঞ্জুর রহমান জানিয়েছেন, ঈদের সময় সিনেমা হলে শাকিবের ছবির চাহিদা আকাশচুম্বি। এক বছর পর তার ছবি আসছে।  এবার শতাধিক হলে মুক্তি পাবে সিনেমাটি। “

গত ডিসেম্বরে সেন্সর বোর্ড ছাড়পত্র দিলেও সিনেমাটি প্রায় চারমাস পর মুক্তি দেওয়া হচ্ছে। এই দেরির কারণ জানালেন সিনেমাটির প্রযোজক বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

তিনি জানান, ‘দর্শকদের একটি পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দেওয়ার জন্যই কিছুটা দেরি করতে হয়েছে। সব প্রস্তুতি নিশ্চিত করার পর আমরা দর্শকদের বলতে চাই- ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রটি ঈদুল ফিতর ২০২৩-এ বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে শুভ মুক্তি পেতে যাচ্ছে। দর্শকদের জন্য বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে এটি ঈদ উপহার।’

দ্য রিপোর্ট ডট লাইভকে তিনি আরও  বলেন, দর্শকদের সুস্থ ধারার বিনোদন দিতে বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় এর আগেও বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করা হয়েছে। ছবিগুলো দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটিও দর্শকদের সুস্থ বিনোদন থেকে বঞ্চিত করবে না। এবারের ঈদেও দর্শকরা একটি অসাধারণ চলচ্চিত্র উপভোগ করতে পারবেন।”

লিডার আমিই বাংলাদেশ সিনেমাটি পরিচালনা করছেন তরুণ চিত্র পরিচালক তপু খান। দেলোয়ার হোসেন দিলের কাহিনী ও সংলাপে  তৈরি এই সিনেমায় শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।

Link copied!