উর্বশীকে বিয়ে করতে একপায়ে খাড়া নাসিম শাহ!

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২৩, ১২:২৯ পিএম

উর্বশীকে বিয়ে করতে একপায়ে খাড়া নাসিম শাহ!

বলিউডের আলোচিত মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। সুন্দরী প্রতিযোগিতায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তাঁর।  ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’ ও ‘পাগলপান্তি’ সিনেমায় খোলামেলা অভিনয় করেছেন তিনি।

Urvashi-Rautela-Naseem-Shah-1

অভিনয় দিয়ে আলোচনায় থাকতে না পারলেও আইটেম গার্ল হিসেবে পরিচিত উর্বশী এখন পৌঁছে গেছেন ক্রিকেট মহলে। কখনো ভারতীয় দলের তরুণ ক্রিকেটার ঋষভ পন্থের সাথে আবার কখনো পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহের নিজের নাম জড়িয়ে তাদের ধ্যানভঙ্গ করছেন উর্বশী। তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই।

urvashi-nasim

ভারতীয় মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, কয়েক মাস আগে জন্মদিন উদযাপন করেন নাসিম, যাকে শুভেচ্ছা জানিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন উর্বশী। নাসিম অবশ্য তখন দাবি করেছিলেন, ‘কে উর্বশী? আমি চিনিই না!’ এর পর খেলার দান ঘুরে যায়। উর্বশীর সাথে জড়িয়ে তাঁর প্রেমের গুঞ্জন প্রায় ঝিমিয়ে পড়ে। সম্প্রতি ফের চমকে দিলেন নাসিম নিজেই। উর্বশীর ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি অকপটে বলে দেন: যদি আমি কোনো কথা বলি তোমরা তো সেটাকে ভাইরাল করবে। এটুকুই শুধু বলবো যে, পাত্রী যদি রাজি, আমি এখনই বিয়ে করতে রাজি।

 

Link copied!