একটি চক্র মিডিয়া থেকে সরাতে ফন্দি এঁটেছে: হিরো আলম

বিনোদন প্রতিবেদক

আগস্ট ৮, ২০২২, ০৪:৫৯ এএম

একটি চক্র মিডিয়া থেকে সরাতে ফন্দি এঁটেছে: হিরো আলম

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বগুড়ার এই ছেলেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বাংলায় ব্যাপক পরিচিতি পেয়েছে। মিউজিক ভিডিওর কল্যাণে হইচই ফেলে দেওয়া হিরো আলম বর্তমান অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো-সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন।

হিলো আলমের লাইভ শুনতে এখানে ক্লিক করেন

রবীন্দ্র সঙ্গীত বিকৃতকরার অভিযোগে সম্প্রতি হিরো আলমের ডাক পড়ে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে। সেখানে তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ভবিষ্যতে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত না গাওয়াসহ বিতর্কিত কর্মকান্ড না করার প্রতিশ্রæতি দিয়ে ডিবির সাইবার ইউনিটের কাছে মুচলেকা দিয়েছেন হিরো আলম। 

এ ঘটনার পরই নতুন করে আলোচনায় উঠে আসে তার নাম। শুধুবা দুই বাংলা নয়ম আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন হিরো আলম। মধ্যপ্রাচ্যভিত্তিক আরব নিউজ, খালিজ টাইমস, প্যারিসভিত্তিক বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি), ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড গুরুত্বের সাথে হিরো আলমের সংবাদ প্রচার করে থাকে।

তবে রবীন্দ্র সঙ্গীত বিকৃতভাবে গাওয়ার পর থেকেই সময়টা ভাল যাচ্ছে না হিরো আলমের। একাধিক মামলা ও অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।

সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে হুমকির ঘটনায় হিরো আলমের বিরুদ্ধে গত ৩০ জুলাই রাতে বগুড়ার নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়।  জিডি নং ১২৯২। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ও সমালোচিত হিরো আলমের বিরুদ্ধে জিডি করেছেন দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি এমদাদুল হক। 

জিডিতে ওই সাংবাদিক উল্লেখ করেন, সংবাদ প্রকাশ করায় মোবাইলে কল করে অকথ্যভাষায় গালিগালাজ করাসহ দেখে নেওয়ার হুমকি দেন হিরো আলম। সংবাদ ডিলিট না করলে মামলা করবেন বলেও তাকে ভয়ভীতি দেখান। 

এসব নিয়ে আবারও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে ঠিক এসময়ে রবিবার (৭ আগস্ট) ফেসবুক লাইভে এসে হিরো আলম জানালেন, তাকে একটি চক্র মিডিয়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। তার নামে মিথ্যা মামিলা দায়ের করা হচ্ছে। দ্য রিপোর্ট ডট লাইভের পাঠক ও দর্শকদের জন্য তার ওই ফেসবুক লাইভের কথাগুলো তুলে ধরা হলো।

‘আশা করি, সবাই ভালো আছেন। কারণ ছাড়া আমি কখনও লাইভে আসি না। একটি চক্র আমার পেছনে উঠেপড়ে লেগেছে। তারা আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। পাশাপাশি আমাকে মিডিয়া থেকে বের করার ফন্দি এঁটেছে। কিন্তু সরাতে পারছে না। তাই আমার নামে মিথ্যা মামলা করছে। যাতে আমি হরয়ানির শিকার হই।

 

সাত বছর ধরে আমি মাঠে লড়ছি। নিজের মতো করে সংগ্রাম করছি। কেউ আমার সংগ্রামে এগিয়ে আসেনি। তবুও কেউ আমাকে সরাতে পারেনি। গত কয়েকদিন ধরে দেখছেন, আমাকে নিয়ে সারা বিশ্বের সব বড় বড় গণমাধ্যম সংবাদ করছে। আমি যদি প্রতারক হতাম, তাহলে তারা কোনোদিন আমার পক্ষ নিয়ে সংবাদ করতো না।

আমার নামে দেশের বিভিন্ন থানায় জিডি করা হচ্ছে। তার কোনোটা যদি সত্য প্রমাণ হয়, যে শাস্তি হবে আমি মাথা পেতে নেবো। যারা জিডি করছে তাদের বিরুদ্ধে আমি মামলা করতে পারতাম। কিন্তু তা আমি করিনি। তাদের মধ্যে কেউ কেউ আমার ব্যক্তিগত মোবাইল নম্বর পাবলিক করে দিয়েছে। তারা আমার পাঁচটা ইউটিউব চ্যানেল হ্যাক করে নিয়েছে। আমি পুলিশের সাহায্যে তিনটি উদ্ধার করেছি।’

সম্মান ও ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। কেউ ইচ্ছে করলে কোনো কিছু করতে পারবে না।’

Link copied!