ওটিটি কাঁপাতে আসছে ‘ইনফিনিটি সিজন - ২’

শোবিজ ডেস্ক

জুন ১৫, ২০২৩, ০৪:২৯ পিএম

ওটিটি কাঁপাতে আসছে ‘ইনফিনিটি সিজন - ২’

‘ইনফিনিটি’ সিরিজের প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। যেখানে দেখা মিলেছিল, এজেন্ট মুরাদ চরিত্রে অভিনয় করা রাজের মামার হত্যাকারী এজেন্ট চীফ সুমন আনোয়ার নিজের রুমে মৃত অবস্থায় পড়েছিলেন। 

এবার সেই গল্পের শেষ থেকেই শুরু হতে যাচ্ছে সাত পর্বের ওয়েব সিরিজ ‘ইনফিনিটি সিজন টু’। যেখানে একটি মিশনে অনেকগুলো নিরপরাধ মানুষের জীবনে ক্রমাগত মৃত্যুর হাতছানি উঠে আসবে। ম্যাক্স রাহমানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব।

গতকাল বুধবার (১৪ জুন) রাতে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘ইনফিনিটি-২’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত হয়েছিলেন ‘ইনফিনিটি-২’-এর পরিচালকসহ সকল অভিনয় শিল্পীরা। আমন্ত্রিত অতিথিদের সাথে বসে ‘ইনফিনিটি-সিজন-২’ প্রিমিয়ার শো টি উপভোগ করেন তারা।  

শো শেষে গনমাধ্যমকর্মীদের এর শিল্পীরা জানান, এবারের গল্পটা আরও স্পেসিফিক। গত সিজনের বেশ কিছু রহস্যের উত্তরও দেয়া আছে গল্পের ভেতরেই। এবারের সিজন আরো বেশী আকর্ষণীয় হবে দর্শকমহলে।

ইনফিনিটি সিজন টু পরিচালক মেহেদি হাসিব সংবাদমাধ্যমকে বলেন, ‘এবার আনকাট/লং টেকের ব্যবহার করেছি আমরা, বেশ কয়েকটা অ্যাকশন দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শক।’  

শরিফুল রাজ ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সাঞ্জু জন, শিবলি নোমান, মুরাদ পারভেজসহ অনেকেই। বিশেষ দুটি চরিত্রে কাজ করেছেন এস এন জনি ও সামিয়া অথৈ।

Link copied!