'ঘুষি দেইনি, আমি তোমাকে শুধু আঘাত করেছি': ডেপ-হার্ড মামলার অবিস্মরণীয় কিছু উক্তি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২, ২০২২, ০৬:০৩ পিএম

'ঘুষি দেইনি, আমি তোমাকে শুধু আঘাত করেছি': ডেপ-হার্ড মামলার অবিস্মরণীয় কিছু উক্তি

বহুল আলোচিত এই মামলার সাক্ষীদের পাশাপাশি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড দুজনই তাদের সম্পর্ক চলাকালীন সময়ের বেশ কিছু গ্রাফিক বিবরণ দিয়েছেন। দুজনই একে অপরকে 'অ্যাবিউজার' হিসেবে বর্ণনা করেছেন। প্রায় ৬ সপ্তাহ ধরে ডেপ-হার্ড মানহানি মামলার সাক্ষ্যগ্রহণ চলার পর অবশেষে জনি ডেপের পক্ষে রায় ঘোষণা করলো জুরি। 

অন্যান্য সাক্ষীদের কথায়ও উঠে আসে বেশ কিছু তথ্য। দ্য গার্ডিয়ানে প্রকাশিত বক্তব্যগুলোর কয়েকটি দেওয়া হলো এখানে। জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের প্রাক্তন বৈবাহিক পরামর্শদাতা লরেল অ্যান্ডারসন একজন ক্লিনিকাল সাইকোলজিস্ট। তিনি বলেন, হার্ড যেকোনো মূল্যে ডেপকে সম্পর্ক ছেড়ে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছেন।

অ্যান্ডারসন বলেন, "জনি ডেপের সাথে ঝগড়া-বিবাদ শুরু করাটা অ্যাম্বার হার্ডের কাছে গর্বের বিষয় ছিল।"

"এই বিবাদ থামানোর জন্য ডেপ যদি সেখান থেকে চলে যেতে চাইতেন, তাহলে তাকে আটকানোর জন্য ডেপকে আঘাত করতেন হার্ড। এমনকি ডেপকে সেখানে রাখার জন্য লড়াই করতেও রাজি থাকতেন হার্ড।" অ্যান্ডারসন বলেন, প্রাক্তন এই দম্পতি 'মিউচুয়াল অ্যাবিউজ' এর শিকার। কিন্তু তাদের মধ্যে নিজেকে তুলনামূলক 'নিয়ন্ত্রণে রেখেছিলেন ডেপ।

ফরেনসিক মনোবিজ্ঞানী শ্যানন কারির ভাষ্যমতে, অ্যাম্বার হার্ড 'বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এবং হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার' উভয়েই ভুগছিলেন। হার্ডের পক্ষে ক্লিনিক্যাল এবং ফরেনসিক সাইকোলজিস্ট হিউজ সাক্ষ্য দিয়েছেন, এই অভিনেত্রীর আনা মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ বৈধ।

হিউজ বলেন, "ঈর্ষা, অধিকার খাটানো, যৌন সহিংসতা, হত্যার হুমকি- এগুলোর সবই প্রাণঘাতী ডমেস্টিক ভায়োলেন্সের কেসে দেখা যায়। সুপারমডেল কেট মস ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত জনি ডেপের সাথে সম্পর্কে ছিলেন। মানহানির এই মামলায় ডেপের পক্ষ থেকে সাক্ষ্য দেন তিনি।

অ্যাম্বার হার্ড তার ক্রস এক্সামিনেশনে কেট মসের কথা উল্লেখ করেন। তিনি বলেন, নব্বইয়ের দশকে ডেপ মসকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিলেন- এমন একটি গুজব শুনেছেন তিনি। জনি ডেপের গায়ে হাত তোলার কারণ ব্যাখ্যা করার সময় হার্ড বলেন, এই ঘটনা মনে পড়ায় তিনি তাৎক্ষণিক রিয়্যাকশন দেখিয়ে ডেপকে আঘাত করেন। তবে, সাক্ষ্য দেওয়ার সময় এই গুজব অস্বীকার করেন কেট মস। "ডেপ আমাকে কখনও ধাক্কা দেয়নি, কোনো সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়নি," তিনি বলেন।

মস আরও বলেন, "সে (জনি ডেপ) আমাকে সাহায্য করার জন্য দৌড়ে এসেছিল। আমাকে রুমে নিয়ে চিকিৎসা সেবা দেয় ডেপ।" ডেপ সাক্ষ্য দেন তিনি "মিসেস হার্ডকে কখনও আঘাত করেননি, এবং তার জীবনে কোনো নারীকে তিনি আঘাত করেন নি।" শারীরিক সংঘাত এড়াতে নিজেকে বাথরুমে আটকে রাখতেন বলে জানান ডেপ। বিচারকদেরকে তাদের মধ্যকার মারামারির একটি রেকর্ডিং শোনানো হয়। সেই রেকর্ডিং এই ডেপকে মারার কথা স্বীকার করতে শোনা যায় হার্ডকে। রেকর্ডিং এ হার্ডকে বলতে শোনা যায়, তিনি জনি ডেপকে 'ঘুষি' দেন নি, বরং তিনি তাকে 'আঘাত' করেছেন। তিনি বলেন, "আমি দুঃখিত আমি তোমাকে এইভাবে আঘাত করেছি, কিন্তু আমি তোমাকে ঘুষি দেইনি। আমি তোমাকে শুধু আঘাত করেছি।"

Link copied!