চার ক্যাম্পাসে যাবে ‘হাওয়া’ টিম: শুরু জাহাঙ্গীরনগর দিয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২২, ০৭:৫৭ পিএম

চার ক্যাম্পাসে যাবে ‘হাওয়া’ টিম: শুরু জাহাঙ্গীরনগর দিয়ে

মেজবাউর রহমান সুমনের ছবি ‘হাওয়া’র পোস্টার ও ট্রেলার মনে ধরেছিল সিনেমাপ্রেমীদের। এরপর ছবির গান ‘সাদা সাদা কালা কালা’ মুক্তির পর রীতিমতো ভাইরাল। চলতি মাসের ২৯ তারিখ মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবিটি। ‘হাওয়া’ টিম এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারণায়।

এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে মেজবাউর রহমানের। পরিচালক জানান, প্রচারণার জন্য আজ থেকে দেশের চার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছে ‘হাওয়া’ টিম। ‘ক্যাম্পাস অভিযান’-এর শুরুটা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ থেকে। শনিবার সন্ধ্যা ৭টায় সেখানে ‘হাওয়া’র আসর বসার কথা। উপস্থিত থাকার কথা সুরকার ইমন চৌধুরী, কণ্ঠশিল্পী এরফান মৃধা ও ব্যান্ড মেঘদল।

২৪ জুলাই ‘হাওয়া’ যাবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে। বেলা ৩টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শুরু হবে প্রচারণা অনুষ্ঠান। সেদিন যুক্ত হবেন গায়ক তানযীর তুহীন। এরপর ২৫ জুলাই বিকেল ৫টায় ‘হাওয়া’ টিম যাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ে প্রচারণা শেষে হবে ২৬ জুলাই, নটর ডেম ইউনিভার্সিটি দিয়ে। হাওয়া’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, বাবলু বোস। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহসংগীত রাশিদ শরীফ শোয়েব, গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। পানিকেন্দ্রিক মিথ নিয়ে নির্মিত সিনেমা ‘হাওয়া’। ২০১৯ সালে শুরু হয়েছিল ছবির শুটিং। গত ৭ জুন প্রকাশ পায় ছবির ট্রেলার। সমুদ্রের পানির সঙ্গে মিশে যাওয়া জেলেদের গভীর জলে মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির গল্প।

Link copied!