চিত্র পরিচালক ও মুক্তিযোদ্ধা তমিজউদ্দিন রিজভী আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২২, ১১:৫৯ এএম

চিত্র পরিচালক ও মুক্তিযোদ্ধা তমিজউদ্দিন রিজভী আর নেই

বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দিন রিজভী (৭৮) মারা গেছেন। তিনি গত কয়েক বছর ধরে বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

সোমবার রাত সাড়ে ৯টায় তিনি নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে নিজ বাড়িতে মৃত্যূবরণ করেন।

তমিজ উদ্দিন রিজভী বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার পরিচালিত আশীর্বাদ শিরোনামের চলচ্চিত্রটির মাধ্যমে চিত্র নায়িকা অঞ্জু ঘোষ চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন।

আশা ভালবাসা চলচ্চিত্রেরও পরিচালক ছিলেন তিনি। এই চলচ্চিত্রটির মাধ্যমে খলচরিত্রে অভিষেক ঘটে মিশা সওদাগরের। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচিত্রের মধ্যে রয়েছে ছোট মা, জেলের মেয়ে ও জবাবদিহি।

Link copied!