জন্মদিনে ‘মান্নাত’ ছেড়ে সপরিবারে আলীবাগে শাহরুখ

বিনোদন ডেস্ক

নভেম্বর ৩, ২০২১, ০৩:১১ এএম

জন্মদিনে ‘মান্নাত’ ছেড়ে সপরিবারে আলীবাগে শাহরুখ

২ নভেম্বর বলিউডের ডন, কিং খান কিংবা বাদশাহ বলে পরিচিত শাহরুখ খানের জন্মদিন। নিজের জন্মদিনে ভক্তদের দেখা দিতে মুম্বাইয়ের বাসভবন মান্নাতের বারান্দায় দেখা যায় তাকে। কিন্তু এবার হয়নি। সপরিবারে পাড়ি জমিয়েছেন দক্ষিণ মুম্বাইয়ের উপকূলীয় শহরে আলীবাগে অবস্থিত নিজের ফার্ম হাউজে।

প্রতি বছর এই দিনের অপেক্ষায় থাকেন লাখো শাহরুখ ভক্ত। প্রতি জন্মদিনে সন্ধ্যা থেকে জড়ো হন শাহরুখের মুম্বাইয়ের বাসভবন মান্নাতের সামনে। দীর্ঘ অপেক্ষার পর শাহরুখ এসে হাত নেড়ে জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন।

কিন্তু প্রায় এক মাস বড় ছেলে জেলে থাকার পর ঘরে ফিরেছে। ছেলেকে জামিনে মুক্ত করতে কম ঘাম ঝরাতে হয়নি শাহরুখ-গৌরি জুটিকে। তাই হয়তো ধকল সামলে নিতে এবার মুম্বাই ছেড়ে আলীবাগে চলে গিয়েছেন।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড শাহরুখের পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধুকে উদ্ধৃত করে জানাচ্ছে, এ বছর কোনও উদযাপন হচ্ছে না। জন্মদিনে বাৎসরিক যে রীতি এতদিন ধরে চলে আসছে, তা এবার হচ্ছে না। কয়েক দিনের জন্য তিনি আলিবাগে চলে গেছেন। জামিনের শর্তানুযায়ী আগামী শুক্রবার মুম্বাইয়ে ফিরবেন আরিয়ান।

১৯৬৫ সালের আজকের দিনে (২ নভেম্বর) নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান।

দীর্ঘ ক্যারিয়ারে শাহরুখ খান ৩০টি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন থেকে ১৪টি পুরস্কার এবং একটি বিশেষ পুরস্কার অর্জন করেন। তিনি কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন না করলেও ২০০৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।

Link copied!