ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি বর্তমানে পুরো সময়টাই দিচ্ছেন তার ছেলেকে। আর এর পাশাপাশি অবসর সময় পেলে তিনি তার ভক্তদের জন্য শেয়ার করেন তার মনের অনুভূতিগুলো।
গতকাল তার ফেইসবুকে নিজের চারটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘তার নাম আজ সূর্যমুখী!’
ছবিগুলো প্রকাশের পর অনেকের মনে প্রশ্ন জেগেছে এটা কি কোন সিনেমার কথা নাকি কোন নতুন সিনেমা সাথে যুক্ত হতে যাচ্ছে পরীমনি।
আবার অনেকেই তার ছবিগুলো দেখে প্রশংসা করছেন। তার রুপের তারিফ করে অনেকেই লিখেছেন তুমি আসলেই পরীর মতোই সুন্দর।
কাল মুক্তি পেতে যাচ্ছে পরীমনি অভিনীত নতুন চলচ্চিত্র ‘মা’। পরীমনি জানিয়েছেন, `মা` সিনেমাটি নিজের সন্তানসহ প্রেক্ষাগৃহে উপভোগ করতে চান তিনি।
`মা` সিনেমাটি ৭৬তম আসরের মার্শে দ্যু ফিল্ম শাখায় প্রিমিয়ার হয়।