নিজের হেরে যাওয়া নির্বাচনী আসন কলকাতার ভবানীপুরে ঘূর্ণিঝড় 'ইয়াস'-এ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে মার খেয়ে ফিরে আসেন বিজেপি নেতা ও টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ।
সেখানে তিনি মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিনেতা নিজেই। এরপর কালীঘাট থানায় অভিযোগও দায়ের করেছেন রুদ্রনীল।
রুদ্রনীল ঘোষ বলেন, ‘আমি কয়েকজনকে নিয়ে ত্রাণবিলির কাজ করছিলাম। প্রায় ৩০০ পরিবারকে ত্রাণ দেওয়ার পর ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবলু সিং দলবল নিয়ে আমার উপরে হামলা করে। আমাকে চড়-থাপ্পড় মারতে থাকে। আমার সঙ্গীদেরও মারধর করেছে। ত্রাণের গাড়িও আটকে রাখার চেষ্টা করে।’
এদিকে অভিযুক্ত বাবলু রুদ্রনীলের বক্তব্যকে মিথ্যা দাবি করে বলেছেন, ‘রুদ্রনীলকে শুধু প্রশ্ন করেছিলাম, ত্রাণবিলির প্রশাসনিক অনুমতি আছে কিনা? তাতেই উনি রেগে যান। একটু কথা কাটাকাটি হয়। এইটুকুই।’
তৃণমূলের প্রথমসারির আরেক নেতা বলেন, ‘উনি (রুদ্রনীল) তো অভিনেতা। ভোটে হেরে গিয়ে এখন অভিনয়ের আশ্রয় নিয়েছেন! শুধু শুধু কেন উনাকে চড় মারতে যাবে?’