দেশের বাহিরেও ঝড় তুলেছে শাকিবের ‘প্রিয়তমা’!

শোবিজ ডেস্ক

জুলাই ১২, ২০২৩, ১১:২৬ পিএম

দেশের বাহিরেও ঝড় তুলেছে  শাকিবের ‘প্রিয়তমা’!

দেশের প্রেক্ষাগৃহে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি ৭ জুলাই মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। দেশের বাহিরেও ভালো ব্যবসা করছে ‘প্রিয়তমা’। মাত্র ৩ দিনে (৭ থেকে ৯ জুলাই) সেখানে আয় করেছে ৪৪ হাজার ডলার। বাংলা টাকায় যার হিসেবে দাঁড়ায়- ৪৭ লাখ ৮০ হাজার টাকার বেশি।  

বিষয়টি নিশ্চিত করেছেন এর আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোয়ের প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। এক ফেসবুকে পোস্টে তিনি বলেন, ‘হলিউড সিনেমার পিক সামার মৌসুম হবার কারণে “প্রিয়তমা” ৪২টি হলে মুক্তি পাবার সুযোগ পেয়েছে। 

এর আগের সপ্তাহ থেকে চলে আসা “ইন্ডিয়ানা জোন্স”, একই দিনে মুক্তি পাওয়া “জয় রাইড”, মাঝ সপ্তাহে (১২ জুলাই, বুধবার) মুক্তি পাওয়া “মিশন ইম্পসিবল”র কারণে কানাডা আমেরিকার চেইনগুলি এ মুহুর্তে একদমই আউটস্ট্যান্ডিং সম্ভাবনার কোন সিনেমা না হলে পর্যাপ্ত থিয়েটার দিচ্ছেনা।’ 

জানাগেছে প্রথম ৩ দিনে “প্রিয়তমা” ৪৪ হাজার ডলার গ্রস করে ফেলেছে এবং, এটি উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে (এখন পর্যন্ত) ৪র্থ সর্বোচ্চ ওপেনিং। নিউইয়র্কে রীতিমত “প্রিয়তমা” ঝড় বইছে। দর্শকের চাপে এ কঠিন সময়েও নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স তাদের সবচেয়ে বড় হলটা প্রিয়তমাকে দিতে বাধ্য হয়েছে। 

উল্লেখ্য, ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। দ্বিতীয় সপ্তাহে হল বেড়ে বাংলাদেশ, কানাডা ও আমেরিকা মিলিয়ে বিশ্বব্যাপী ১৫১ সিনেমা হলে চলছে সিনেমাটি।

Link copied!