নতুন সিনেমা নিয়ে আসছেন দেবাশীষ বিশ্বাস

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২৩, ০৪:৪০ পিএম

নতুন সিনেমা নিয়ে আসছেন দেবাশীষ বিশ্বাস

নতুন সিনেমার ঘোষণা দিলেন তরুণ গুণী নির্মাতা দেবাশীষ বিশ্বাস। সিনেমার নাম ‘লাভ ইন ক্যালিফোর্নিয়া’। এই সিনেমার শুটিং থেকে শুরু করে মহরত সবই হবে যুক্তরাষ্ট্রে। জানাগেছে, ছবির নির্মাতা দেবাশীষ বিশ্বাস এই মুহূর্তে যুক্তরাষ্ট্রেই আছেন। চলতি মাসের ১২ তারিখ লস অ্যাঞ্জেলেসে নতুন এ সিনেমার মহরত হবে।

এ সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সিনেমাটিতে অভিনয় করবে একঝাঁক নতুন মুখ। এরপর শুরু হবে সিনেমার শুটিং।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, নতুন এ সিনেমাটির গল্প আমেরিকার প্রেক্ষাপটে তৈরি। রোমান্টিক ঘরানার এ সিনেমাটির পুরোটাই তাই আমেরিকায় শুট হবে। টানা কাজ করে চলতি বছরই এই ছবির শুটিং শেষ করার ইচ্ছা আছে বলে জানান এই ছবির নির্মাতা। বিপ্লব দেওয়ানের প্রযোজনায় সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সেজান দেওয়ান ও মায়রা আলীকে।

Link copied!