‘বর্তমানে রুচির দুর্ভিক্ষ চলায় সেখান থেকে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে।’ সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে সমসাময়িক সংস্কৃতি বিষয়ে দেওয়া বক্তব্যের এক পর্যায়ে হিরো আলম সম্পর্কে প্রখ্যাত নাট্যকর বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদ এমন মন্তব্য করেন। এনিয়ে পক্ষে ও বিপক্ষে ‘মন্তব্যযুদ্ধ’ এখনও থামেনি। এরই মধ্যে অনেকটা একই রকম মন্তব্য করে বসলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি।
তবে হিরো আলম ইস্যুতে তিনি কথা বলেননি। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া নিজের সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে রুচির পরিবর্তনের পক্ষে কথা বলেছেন নতুন প্রজন্মের এই অভিনেত্রী।
এবার ঈদে মুক্তি পেয়েছে পূজা অভিনীত ‘জ্বীন‘ সিনেমাটি। এই সিনেমা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পূজা জানান, নিজেদের রুচির পরিবর্তন করতে হবে।
জ্বীন কোন ধরণের ছবি এবং ঈদে যে ধরনের ছবি দেখে দর্শক অভ্যস্ত ‘জ্বীন‘সে ধরনের সিনেমা নাকি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ঢালিউডের এই অভিনেত্রী বলেন, “এখন মানুষের রুচির পরিবর্তন হয়েছে। তারা একঘেয়েমি কিছু পছন্দ করে না। আমরাও যদি গতানুগতিক সিনেমা দিয়েই চলি তাহলে আমাদের চেঞ্জ আসবে না।”
পূজা আরও বলেন, “এই যে দর্শকের রুচি। এই রুচি বদলের জন্য আমাদেরও ভূমিকা রাখতে হবে। নিজেদেরই রুচির পরিবর্তনটা করতে হবে। শুধু অ্যাকশন মার মার কাট কাট সিনেমা নয়। একটু অন্য ঘরানার সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।”
প্রসঙ্গত, ঈদে মুক্তি পাওয়া জ্বীন চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় পূজা চেরীর বিরপীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুনসহ অনেকে।