নির্বাচনী প্রচারণায় গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে গেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গতকাল রবিবার দুপুরে রায়গঞ্জে শিলিগুড়ি মোড় থেকে বিজেপির হয়ে রোড শো করার কথা ছিল তার। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রোড শো অসম্পুর্ণ রেখেই কলকাতায় ফিরে আসেন তিনি।
হুডখোলা গাড়িতে করে রোড শো করছিলেন মিঠুন। আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়। হেলিকপ্টারে করে তাকে তখনই কলকাতায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে, সানস্ট্রোক করেছিলেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। তবে এখন সুস্থ আছেন তিনি। আজ থেকে আবারও প্রচারণায় মাঠে নামতে পারবেন মিঠুন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা হাতে তোলেন মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই জল্পনা ছড়ায় যে, বাংলায় বিজেপি-র মুখ হতে পারেন মিঠুন। এই জল্পনার আবহে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বোনের বাড়ির ঠিকানায় ভোটার হিসেবে নাম তোলেন মিঠুন। যার জেরে জল্পনা আরও জল-হাওয়া পায়। কিন্তু, বিজেপি-র প্রার্থী তালিকায় মিঠুনের নাম না থাকায়, সেই জল্পনায় ইতি পড়ে। বিজেপি-তে যোগদানের পর থেকেই একের পর এক রোড শো-তে ঝড় তুলেছেন মিঠুন।