পাঁচ যক্ষ্মারোগীকে দত্তক নিলেন মিমি

বিনোদন ডেস্ক

নভেম্বর ১৩, ২০২২, ১০:০৬ পিএম

পাঁচ যক্ষ্মারোগীকে দত্তক নিলেন মিমি

মানুষের মনে অভিনেতা-অভিনেত্রীরা তাদের অভিনয় দিয়ে জায়গা করে নেন। অনেকে আছেন অভিনয়ের পাশাপাশি চেষ্টা করেন মানুষের জন্য কিছু করার। তেমনই একটি ভালো কাজ করলেন টালিউডের জনপ্রিয় মুখ মিমি। 

অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী দত্তক নিলেন পাঁচজন অতিদরিদ্র, অসহায় যক্ষ্মা রোগীকে। তাদের চিকিৎসাসহ দ্রুত শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ব্যয় বহন করবেন জানিয়েছেন এই অভিনেত্রী।

কিছুদিন আগে পশ্চিমবঙ্গের ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব পান মিমি চক্রবর্তী। দায়িত্ব পেয়েই শুক্রবার হাসপাতালে যান মিমি। হাসপাতালে ঘুরে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় সেখানকার চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফদের সঙ্গেও কথা বলেন তিনি। 

পশ্চিমবঙ্গের ভাঙড় ১ নম্বর ব্লকে বর্তমানে ৭৩ জন যক্ষ্মা রোগী আছেন। তাঁদের অনেকেরই চিকিৎসার খরচ মেটানোর সামর্থ্য নেই। অসহায় রোগীদের কথা জানতে পেরে মিমি চক্রবর্তী তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নিজে পাঁচজন রোগীকে দত্তক নেন, অন্যদের যক্ষ্মা রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এরপর এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে একটি বিশেষ আলোচনায় বসেন মিমি। আলোচনা শেষে মিমি চক্রবর্তী পাঁচ যক্ষ্মা রোগীকে দত্তক নেওয়ার কথা জানান। এরপর তিনি বলেন, ‘যক্ষ্মা রোগীদের একটি মাসিক খরচ হয়। সেই টাকাটা খুব বেশি না। আপনাদের মধ্যে যাঁদের সামর্থ্য আছে, তাঁরাও কয়েকজন রোগীকে দত্তক নিতে পারেন।’ এ ছাড়া হাসপাতালের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথাও তিনি বলেন।

মিমির এই মানবিক দিকটি এর আগেও অনেকবার দেখেছে বিশ্ব। নায়িকা কিংবা সাংসদ হিসেবে দায়িত্বের আড়ালেও মানুষ হিসেবে দায়িত্ব পালনে মিমি সবসময়ই এগিয়ে আসেন। 

করোনাকালে শেক্সপিয়র সরণির ফুটপাতে শুয়ে থাকা অসহায় অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করিয়েছেন মিমি। পায়ের সমস্যায় এতটাই কাহিল ছিলেন বৃদ্ধ যে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও ছিল না! সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ তরুণ-তরুণীর একটি পোস্টে বৃদ্ধের সেই করুণ পরিস্থিতি দেখে নিজ দায়িত্বে যোগাযোগ করে বৃদ্ধকে ভর্তি করেন হাসপাতালে।

এছাড়াও দক্ষিণ কলকাতার জনপ্রিয় 'চা-কাকু' মৃদুল দেবের পাশেও দাঁড়িয়ে ছিলেন মিমি।

বছর দুয়েক আগে নিজের গানের টিজারে এক যুবকের কমেন্ট দেখে তাকেও সাহায্যের হাত বাড়িয়ে দেন মিমি। নন্দ জানা নামের সেই যুবক কমেন্টে লিখেছিলেন, ‘দিদি আমার প্রণাম নিবেন। দিদি আমি একজন প্রতিবন্ধী। দিদি আমাকে একটি হেল্প করুন। দিদি আপনাদের কাছে আমি টাকা চাইছি না। দিদি আমার পাগুলো একটু দেখুন। দিদি আমাকে সাহায্য করুন প্লিজ।’ উত্তরে মিমি লেখেন, ‘নিশ্চয় করব, প্লিজ তোমার নম্বরটি আমায় পাঠাও।’

Link copied!