আলোচিত পুলিশ হত্যা মামলার আসামি স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের আমন্ত্রণে দুবাই সফর শেষে দেশে ফিরেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম।
রবিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন হিরো আলম। এসময় তিনি পুলিশের কাছে পুরস্কার দাবি করেন।
পুলিশ খুনের আসামি জেনেও কেন আরাভের শোরুম উদ্বোধনে গেলেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, “আমরা তো আগে জানতাম না। শুধু আমরা কেন পুলিশও বিষয়টি জানত না। পুলিশ জানতে পারলে আমাদের বলত। আর পুলিশ যদি আগে জানতে পারত, তা হলে পুলিশের উচিত ছিল বিমানবন্দরে আমাদেরকে আটকে দেওয়া। কিন্তু তা তো পুলিশ করেনি। বরং আমরা গেছি বলে পুলিশ জানতে পেরেছে। আমাদের ধন্যবাদ দেওয়া উচিত পুলিশের।”
দেশের আলোচিত এই ইউটিউবার বলেন, “সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে। তাই পুলিশের উচিত— আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেওয়া। আমরা যদি সেখানে না যেতাম, তা হলে পুলিশ ওই আসামির সন্ধান পেত না। তাই আমাদের পুরস্কার দেওয়া উচিত।”
দুবাইয়ের ওয়াল ফেমাস গোল্ড মার্কেট প্লেসে অবস্থিত গোল্ডের দোকান উদ্বোধনের অংশ নেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের সাকিব আল হাসান, নির্মাতা দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, গায়ক নোবেলসহ আরও বিশ্বের অনেক তারকারা। ছিলেন এই সময়ে আলোচিত-সমালোচিত হিরো আলমও।
দুবাইয়ে কেমন সময় কাটল এ বিষয়ে হিরো আলম জানান, ঢাকার উদ্দেশে বিমানে রওনা দেওয়ার আগে শনিবার বিকালে দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষ্যে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। রমজানে এবার চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে।