ব্যক্তিজীবন থেকে এবার সিনেমার পর্দায় লড়াইয়ে নামতে চলছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিব খানকে ছেড়ে এবার ‘লাল শাড়ি’ এবং ‘প্রহেলিকা’ নিয়ে লড়াই হতে চলেছে ঢাকাই সিনেমার এই দুই নায়িকা মধ্যে।
কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুজনের অভিনীত দুটি চলচ্চিত্র। পর্দায় এ যুদ্ধে অপুর সঙ্গে আছেন নায়ক হিসেবে রয়েছেন সাইমন সাদিক। আর অন্যদিকে বুবলীর সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।
অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’র চিত্রনাট্য লিখেছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটি পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনি।
অন্যদিকে প্রহেলিকা সিনেমার চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন চয়নিকা চৌধুরী।
সেন্সর ছাড়পত্র পেয়ে দুই অভিনেত্রীর সিনেমাই দিন গুনছে শুভমুক্তির। তবে প্রেক্ষাগৃহে কার সিনেমা দর্শকদের মন কাড়ে সেই লড়াইয়ের ফল জানতে অপু-বুবলী ভক্তদের অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত।