বাংলার জন্য কাজ করতেই তৃণমূলে যোগ দিয়েছি: বাবুল সুপ্রিয়

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ১৮, ২০২১, ১১:২৩ পিএম

বাংলার জন্য কাজ করতেই তৃণমূলে যোগ দিয়েছি: বাবুল সুপ্রিয়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পার্টিতে যোগ দিলেন হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় প্লেব্যাক সিংগার এবং নরেন্দ্র মোদি সরকারের সাবেক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রয়েনের উপস্থিতিতে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তৃণমূলের অফিসিয়াল টুইটারে সেই খবর দেওয়া হয়েছে।

তৃণমূলে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় ‘কহোনা পেয়ার হ্যায়’ গানটির এই গায়ক বলেন, ‘‘আমি কাজ পাগল মানুষ। বাংলার জন্য কাজ করতেই সিদ্ধান্ত বদল করলাম। এর মধ্যে প্রতিহিংসার কিছু নেই। বাংলার জন্য কাজ করার এই সুযোগ ছাড়তে চাইনি।’’

আসছে ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে যাবেন কিনা -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাবুল সুপ্রিয় বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাবুলের প্রচারের দরকার হয় নাকি?’’ তবে দল বললে তিনি অবশ্যই প্রচারে যাবেন বলে জানিয়েছেন বাবুল।

টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজারসহ বেশ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়,বাবুলের সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির( বিজেপি) দূরত্ব তৈরি হয়েছিল অনেকদিন আগেই। চলতি বছরের মার্চে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের সময় থেকেই একটু একটু করে অভিমান জমা হয় তার। আর নির্বাচনের পরই তা স্পষ্ট হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করলে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছিল বাবুলকে।   

 

২০১৪ ও ২০১৯ সালে পরপর দু'বার আসানসোল থেকে জিতে সাংসদ হন বাবুল সুপ্রিয়। দু’বারই প্রতিমন্ত্রীও হন। কিন্তু, পূর্ণ মন্ত্রিত্ব পাওয়া হয়নি তাঁর। আর এবার মন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে পোস্টও করেন। তখন থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়।

তারপরই জুলাইয়ের শেষে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলেন আসানসোলের সাংসদ। এমনকী, সাংসদ পদও ছেড়ে দেবেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু, সেই সময় জেপি নাড্ডা ও অমিত শাহের অনুরোধে সাংসদ পদ থেকে ইস্তফা দেননি। তবে ইস্তফা না দিলেও সাংসদ হিসেবে আর কোনও সুববিধা নেবেন না বলে জানিয়ে ছিলেন।পাশাপাশি অন্য কোনও রাজনৈতিক দলেও যাচ্ছেন বলে জানান। 

এরই মধ্যে আবার বাবুলের নিরাপত্তা কমিয়ে দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা জেড থেকে ওয়াই ক্যাটেগরি করা হয়। আর সেটাই যেন আগুনে ঘি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল।

প্রধানমন্ত্রীর জন্মদিনের পরই সবাইকে চমকে তৃণমূলে যোগ দেন তিনি। বেশ কিছুদিন ধরেই তাঁকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। আর যখন দেখা গেল তখন তাঁর গলায় ঘাসফুল শিবিরের উত্তরীয়। 

প্রথমে বাবুল সুপ্রিয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে নিজের কর্মজীবন শুরু করলেও সংগীতকেই পরে তিনি পেশা হিসাবে বেছে নেন। ১৯৯২ তে বলিউডে তার সংগীত জীবন শুরু হয় কল্যাণজীর হাত ধরে।

রাকেশ রোশন পরিচালিত ও ঋত্বিক রোশন অভিনীত "কহো না পেয়ার হ্যায়" সিনেমায় গান গেয়ে বিখ্যাত হন। এছাড়া তিনি বলিউডে আরও জনপ্রিয় সব গান গেয়েছেন। যেমন, 'পরি পরি হ্যায় এক পরি'(হাঙ্গামা), 'হাম তুম'(হাম তুম), 'চন্দা চমকে'(ফানা)। কে ফর কিশোর নামে একটি সুপার হিট টি.ভি শোও তিনি সঞ্চালনা করেন।

Link copied!