টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী নাম লিখিয়েছেন বিজেপিতে। যোগদানের পর জানিয়েছিলেন যে, বিজেপি-র আদর্শে মানুষের পাশে দাঁড়িয়ে বরাবরের মতোই সমাজসেবামূলক কাজ করবেন তিনি৷ গতকাল বিকালে এক পাঁচ তারা হোটেলে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগদান করলেন অভিনেত্রী শ্রাবন্তী। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর হাতে বিজেপি-র পতাকা তুলে দেন৷
মঙ্গলবার বিজেপি-তে যোগ দেওয়ার পর প্রথম ট্যুইট করেছেন শ্রাবন্তী। তিনি লিখেছেন, ‘প্রণাম! গতকাল থেকে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল। তাই আপনাদের কাছে নত মস্তকে আশীর্বাদ কামনা করছি। একজন মা এবং নারী হিসেবে চাইব আমাদের সবার সন্তান যেন ‘সোনার বাংলা’ তে বড় হয়ে উঠুক। জয় শ্রী রাম।’
গেরুয়া ব্রিগেডে যোগ দিয়ে শ্রাবন্তী বলেছিলেন, ‘আমার নতুন পথ চলা শুরু হল। আমি সবসময় মোদিজিকে অনুসরণ করি। আমাকে যোগ্য মনে করায় বিজেপিকে ধন্যবাদ।’ শ্রাবন্তী আরও বলেন, ‘মোদিজিই বাংলায় প্রকৃত পরিবর্তন আনতে পারবেন বলে আমার বিশ্বাস। তাই যোগ দেওয়ার ভাবনা।’ এদিকে, প্রার্থী তালিকা প্রকাশ বা ইস্তেহার ঘোষণার আগেই শ্রাবন্তী বিজেপিতে যোগ দিতেই জল্পনা শুরু হয়েছে, তবে কি তিনি ভোটে দলের প্রার্থী হতে পারেন। যদিও এ ব্যাপারে শ্রাবন্তী জানিয়েছেন, তিনি কিছু জানেন না। দল সিদ্ধান্ত নেবে আগামীতে কী হবে।