কন্যা সন্তানের বাবা হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। বুধবার দুপুরের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নায়কের স্ত্রী তাহসিনা এশা কন্যা সন্তানের জন্ম দেন বলে নিশ্চিত করেছেন রোশান নিজে।
জানা গেছে, মা এবং মেয়ে দুজনেই এখন সুস্থ রয়েছেন। তবে মেয়ের নাম এখনো ঠিক করা হয়নি বলে জানান নায়ক।
জিয়াউল রোশান বলেন, বুধবার দুপুরের দিকে আমার স্ত্রী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। ব্যস্ততা এবং তাড়াহুড়োর কারণে সঠিক সময়টা আমার খেয়াল নেই। আলহামদুলিল্লাহ মা ও মেয়ে দুজনেই এখন সুস্থ আছে। সন্তানের নাম এখনো ঠিক করিনি। একবারে আকিকার সময়ে নামটা ঘোষণা করার পরিকল্পনা রয়েছে আমাদের।
এর আগে ২০২০ সালের ১১ জুন তাহসিনা এশাকে ভালোবেসে বিয়ে করেন রোশান। বিয়ের কথা গোপন রেখে চলতি বছরের মে মাসে সে কথা প্রকাশ্যে আনেন। এরপরই জানা যায়, তার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা।