কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিমের পাশে দাঁড়িয়েছে ঢাকা জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে রাজধানীর বনশ্রী এলাকার একটি ভাড়া বাড়িতে জীবন যাপন করছিলেন তিনি। স্থায়ী আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। তারপর জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের তার আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন।
এরপর ওয়ারীর লালচান মকিম লেনের বাসা নং ৪৩,৪৩/২, ৪৩/৩ সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে ঢাকা জেলা প্রশাসক। ১৩ জুন মঙ্গলবার অভিনেত্রী সুজাতার হাতে ওয়ারী মৌজার একটি জমিসহ বাড়ি হস্তান্তর করা হয়।
বাড়ি পাওয়ার পর গণমাধ্যমকে সুজাতা বলেন, আমার খুব ভালো লাগছে। ডিসি সাহেব যে পদক্ষেপ নিয়েছেন, অনেক শিল্পী বেঁচে যাবে। আর আমাদের প্রধানমন্ত্রী, তিনি তো দয়ার সাগর। উনি না থাকলে হয়তো অনেক শিল্পী মরেই যেত। অনেক শিল্পী তার কাছে সাহায্য পেয়েছে। আমিও পেয়েছি।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা, সপরিবারে চিত্রনায়িকা সুজাতা উপস্থিত ছিলেন।