বিগ বাজেটের ওয়েব সিরিজে নিপা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৬, ২০২১, ০৯:৫৪ পিএম

বিগ বাজেটের ওয়েব সিরিজে নিপা

আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে দেশের তরুণ নির্মাতা সৈকত নাসিরের পরিচালনায় বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘নেটওয়ার্ক’র কাজ। পাঁচ সিজনের ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার ড্রাগ ড্রিলিংয়ের নেটওয়ার্কের গল্প নিয়ে।

নির্মাতা সৈকত নাসির জানান, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে সিরিজটি। কয়েক বছর আগে শ্রীলঙ্কায় গ্রেপ্তার হওয়া মাদককারবারী সূর্যমণির ঘটনার ছায়া অবলম্বনে সিরিজটি তৈরি হবে।

সেসময় শ্রীলঙ্কায় মাদক পাচারের অভিযোগে সূর্যমণি নামে গ্রেপ্তারকৃত এক নারীর সূত্র ধরে পুলিশ খুঁজে পেয়েছিল মাদকের আন্তর্জাতিক নেটওয়ার্ক। সেই ঘটনাই চিত্রায়িত করা হবে ‘নেটওয়ার্ক’ ওয়েব সিরিজে।

সিরিজটির মূল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নিপা আহমেদ রিয়েলি। তার চরিত্র নাম বেগম। 

নিপা বলেন, সিরিজটিতে অপরাধ জগতের নারী হিসেবে আমাকে দেখতে পাবেন। এখানে প্রচুর মারামারি করতে হবে আমাকে। অনেক অ্যাকশন দৃশ্য আছে। আশাকরি সবার বেশ ভালো লাগবে‌।

জানা গেছে ভারত ও বাংলাদেশে হবে প্রথম দুই সিজনের শুটিং। ওয়েব সিরিজটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এটি প্রচারিত হবে আই থিয়েটারে।

Link copied!