মে ২০, ২০২২, ০৮:২৩ পিএম
বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মিত ‘মুজিব: দ্য মেকিং অব এ নেশন’ বায়োপিকের ট্রেলার প্রদর্শিত হয়েছে।কানের ৭৫ তম আসরের তৃতীয় দিন স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় প্যাভিলিয়নে বায়োপিকের ট্রেলার যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘‘মুজিব’’ চলচ্চিত্রটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, জাতির জন্য সংগ্রাম থেকে বিজয় ও পরম আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে।
কানের লাল গালিচায় ঢালিউড তারকা আরেফিন শুভ
২০২১ সালের শুরুতে সিনেমাটির চিত্রধারণ শুরু হয়। এ বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতু্ন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ প্রায় শতাধিক বাংলাদেশি এতে অভিনয় করেছেন।