ভারতের কয়েকটি রাজ্যে বন্ধ হচ্ছে সিনেমা হল

বিনোদন ডেস্ক

জানুয়ারি ২, ২০২২, ১১:১৫ পিএম

ভারতের কয়েকটি রাজ্যে বন্ধ হচ্ছে সিনেমা হল

ভারতে প্রতিদিন বাড়ছে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটির বেশ কয়েকটি রাজ্যের সরকার ভাইরাসের বিস্তার রোধে নানা রকম বিধিনিষেধ জারি করছে। বিধি নিষেধের মুখে পড়ছে সেইসব রাজ্যের সিনেমা হলগুলো।

শনিবার (১ জানুয়ারি) হারিয়ানা সরকার ঘোষণা দিয়েছে, ২ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত গুরুগ্রাম এবং ফরিদাবাদসহ পাঁচটি জেলায় সিনেমা হল, মাল্টিপ্লেক্স, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ থাকবে। জরুরি নির্দেশের আওতায় এই ঘোষণা দেয়া হয়েছে।

ফরিদাবাদ এবং গুরুগ্রাম ছাড়াও হরিয়ানার আম্বালা, পঞ্চকুলা এবং সোনিপতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ ঘোষণা করেছে রাজ্যটি।

উল্লেখ্য, দিল্লি সরকার রাজধানীতে সিনেমা হল সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়ার কয়েকদিন পরে এই আদেশ এলো।

Link copied!