ভাড়াটে দর্শক’ বলায় ক্ষোভে ফুঁসে উঠলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৩, ১০:৩৯ পিএম

ভাড়াটে দর্শক’ বলায় ক্ষোভে ফুঁসে উঠলেন অনন্ত জলিল

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের অনন্ত জলিল অভিনীত সিনেমা ‘কিল হিম’। এই ছবির শো দেখাতে গার্মেন্টসকর্মীদের ভাড়া করে আনার অভিযোগ উঠেছে অভিনেতা অনন্ত জলিল ও ছবির পরিচালক ইকবালের বিরুদ্ধে। ওই ভাড়া করা লোকদের হাতে গণমাধ্যমের বেশ কয়েকজন কর্মী হেনস্তার স্বীকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

‘গার্মেন্টস কর্মীদের ভাড়া করে এনে সিনেমা দেখাচ্ছেন অনন্ত জলিল’ এ অভিযোগ প্রসঙ্গে এক সাংবাদিক জানতে চাইলে ক্ষোভে ফুঁসে উঠেন অভিনেতা অনন্ত জলিল। ‘কিল হিম’ ছবির নায়ক এসময় বলেন, “‘যে এই কথা বলেছে তার বাবা ভাড়া করে নিয়ে আসছে। এই যে ছোটলোকেরা যে বলে, গার্মেন্টসকর্মী, আরে ছোটলোক গার্মেন্টস সম্মন্ধে তো তোমার ধারণাই নাই।” 
সোমবার যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার সিনেমাসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অনন্ত জলিল

এসময় ওই সাংবাদিককে অনন্ত জলিল আরও বলেন, “‘আরে ছোটলোক তোমার ছবিতে তুমি লোক আনো। তোমার ছবি মানুষ দেখতে আসুক ছোটলোক কোথাকার। এই ধরণের কথা কেন বলবে ছোটলোকরা। এইগুলো দর্শক বলে না। কিছু পোষা লোক, টাকায় পোষা লোক, কয়েকটা লোক ফেসবুক-ইউটিউবের মধ্যে ছড়াচ্ছে, এগুলো মিথ্যা কথা। আমরা তো দেখি এগুলো। এগুলো কেন ছড়াবে। এসব ছোটলোকদের কথায় কান দিয়ে লাভ নেই। যাদের মানসম্মান নেই, তারাই এ ধরণের কথা বলে।’”

প্রসঙ্গত,রবিবার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় 'কিলহিম' ছবি শো’তে হাজির হবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন অনন্ত জলিল। সেখানেই গণমাধ্যমকর্মীরা অনন্ত জলিলের লোকদের হাতে হেনস্তার শিকার হন।

ওই ঘটনায় সোমবার অনন্ত জলিল গণমাধ্যমকে বলেন, “আমার সারারাত অনেক কষ্ট লেগেছে। কালকে রাতে (রবিবার) যখন আমি অনেকের কাছ থেকে শুনেছি যে, সাংবাদিক ভাইদের গায়ে হাত তুলেছে, সাংবাদিক বোনদের গায়ে হাত তুলেছে। আপনারা  আধা ঘণ্টার মতো বসুন্ধরার ফুড কোডে ছিলেন। বর্ষাকে আপনারা ক্যামেরায় দেখেন নাই। কেন দেখেন নাই? ওকে চার-পাঁচটা মেয়ে ঘেরাও করে ধরে রেলিংয়ের ওখানে রেখে দিয়েছে, কারণ এতো লোক আসছে। এর ভেতরে কে বা কারা কী করেছে সেটা আপনারা জানতে পারেন।”

এদিকে, ‘কিল হিম’ সিনেমার পরিচালক মো. ইকবালকে কে বা কারা হত্যার হুমকি দেওয়ায় তিনি রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন।  

Link copied!