মরণোত্তর দেহদান করলেন কবির সুমন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২১, ১০:৩৫ এএম

মরণোত্তর দেহদান করলেন কবির সুমন

মরণোত্তর দেহদান করলেন ভারতের জনপ্রিয় গীতিকার,সুরকার, গায়ক ও সাবেক সাংসদ কবির সুমন। বুধবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে মরণোত্তর দেহদানের অঙ্গিকারপত্রে সই করেছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে সুমন অঙ্গিকারপত্রে সই করার একটি ছবি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘মরণোত্তর দেহদানের অঙ্গিকারপত্রে সই - গতকাল, ২২,০৯,২১ সন্ধে।’

উল্লেখ্য,এর আগে ২০২০ সালের ২৪ অক্টোবর নিজের ফেসবুক পেজে তিনি নিজের হাতে লেখা একটি ইচ্ছাপত্রের ছবি পোস্ট করেন। এতে তিনি মরণোত্তর দেহদানের ইচ্ছা ব্যক্ত করেন।

যেখানে তিনি বলেছিলেন ‘আমার মৃতদেহ যেন দান করা হয় চিকিৎসাবিজ্ঞানের কাজে। কোনও স্মরণসভা,শোকসভা, প্রার্থনাসভা যেন না হয়। আমার সমস্ত পাণ্ডুলিপি, গান, রচনা, হার্ড ডিস্ক,পেনড্রাইভ,লেখার খাতা, প্রিন্ট আউট যেন কলকাতা পৌরসভার গাড়ি ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় সেগুলি ধ্বংসের জন্য। আমার কোনও কিছু যেন আমার মৃত্যুর পর পড়ে না থাকে। আমার ব্যবহার করা সব যন্ত্র,বাজনা, সরঞ্জাম যেন ধ্বংস করা হয়। এর অন্যথা হবে আমার অপমান।’

নব্বইয়ের দশকের শুরুতে ‘তোমাকে চাই’ অ্যালবাম দিয়ে বাংলা আধুনিক গানের জগতে আবির্ভাব হয়েছিল সুমনের। প্রবল জনপ্রিয় হয়েছিলেন তিনি। মোড় ঘোড়ানো আধুনিক বাংলা গানের জনক হিসাবে তাকেই গ্রহণ করেছিল বাঙালি। কালক্রমে তিনি রাজনীতিতে যোগ দেন। জড়িয়ে পড়েন সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে। পরে তৃণমূলের হয়ে যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়ে জয়ী হয়ে সাংসদও হন তিনি।

Link copied!