বেশ কিছু সময় ধরে অতি আলোচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশী অভিনেত্রী এবং সমাজকর্মী মিথিলা এবার রাজনীতির পথে। তবে বাস্তবের রাজনীতি অঙ্গনে নয়, ওয়েব সিরিজে রাজনীতিতে দেখা যাবে তাকে। দেখাবে ভা্লোর পথ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন তার ওয়েব সিরিজের কথা। শেয়ার করেছেন সিরিজের পোস্টারের ছবি, সাথে দিয়েছেন ভিন্ন ক্যাপশন।
ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘নোংরা রাজনীতি তো অনেকেই করতে পারে, কিন্তু ভালো কাজ কয়জনে করে! কে এই রুমানা? জানতে চোখ রাখুন জিফাইভে।’ তিনি জানান, রুমানা কে এই প্রশ্নের উত্তর জানা যাবে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। তবে বিস্তারিত কিছু জানাননি মিথিলা। কবে কখন মুক্তি পাচ্ছে তা সবই জানার আগ্রহ বাড়িয়ে রেখেছেন তিনি।
তার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনা চলতেই থাকে। বিভিন্ন ধরনের আলোচনা এবং কটাক্ষের শিকার হন তিনি। স্বামী সৃজিতের সাথে ঢাকায় এসেও কলকাতায় ফিরে যান দুজনেই। বহু সময় ধরে কোনো নাটক কিংবা গানে দেখা মেলেনি এই অভিনেত্রীর। এমনকি ভালোবাসা দিবসের কোনো নাটক বা টেলিছবিতেও দেখা মেলেনি।
তাই নতুন রুপে হাজির হচ্ছেন তিনি।‘কে এই রুমানা? এমন একটি প্রশ্ন জাগিয়ে তুলেছেন মিথিলা। তার শেয়ার করা ছবিতে তাকে দেখা গেছে রাজনৈতিক নেত্রীর অবতারে নতুন রূপে। মৃদু হাসিতে এক হাত উঁচিয়ে জনতাকে অভিবাদন জানানোর ভঙ্গিমায় দাঁড়িয়ে অভিনেত্রী। পোস্টারে আরও বলা হয়েছে, ‘এ বছরে বাংলায় সবচেয়ে বড় অ্যাকশন-থ্রিলার হতে যাচ্ছে এটি।’