মুক্তির অপেক্ষায় "প্রেম পুরাণ"

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২১, ০২:৪৮ এএম

মুক্তির অপেক্ষায়

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "প্রেম পুরাণ" মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি। বাংলাদেশের ওটিটি প্লাটফর্ম লাগভেলকিতে মুক্তি পাবে সিনেমাটি। আংশিক গণঅর্থায়নে নির্মিত এই সিনেমাটি এরমধ্যেই বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত হয়েছে। এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সামিয়া অথৈ, অশোক ব্যাপারী, আরমান পারভেজ মুরাদ এবং পঙ্কজ মজুমদার।

আদমজী পাটকলের শ্রমিক নেতা তাজুল ইসলামের জীবন আদর্শ অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি। তাজুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রথম বিভাগে প্রথম হয়ে শ্রমিক অধিকার আদায়ের লড়াইয়ে যুক্ত হতে আদমজী পাটকলে চাকরি নেন। ১৯৮৬ সালে এরশাদ আমলে তাজুলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। তাজুলের আদর্শ প্রেম পুরাণে উঠে আসে এক ভিন্ন প্রেক্ষাপটে।

আদর্শবাদী তরুণ তাজুলকে ভালবেসে শানু ছেড়ে যায় তার পুরনো শহর। পেছনে ফেলে যায় কেবল একটুকরো কাগজে লেখা ঠিকানা। সেই ঠিকানা ধরেই বহুবছর পরে শানুর বন্ধু শিমুল তাকে খুঁজে পায় ছোট্ট শহরের এক কোনায়। শিমুল আবিষ্কার করে এক সংগ্রামী শানুকে। যেখানে সৎপথে সংসার চালাতে শানু আর তাজুল নিংড়ে দিচ্ছে তাদের প্রতিটি নিঃশ্বাস। যে নিঃশ্বাস আমরা দেখতে পাই না। হয়তো এই নিঃশ্বাসের নামই প্রেম, যার প্রাগৈতিহাসিক গল্পের নাম প্রেম পুরাণ।

৩৫ মিনিট দৈর্ঘের সিনেমাটির শুটিং হয়েছে প্রায় এক বছর ধরে। শুটিংয়ের আগে নিয়ম করে ক্যামেরা রিহার্সালও হয়েছে। ২০১৬ সালে কুষ্টিয়া এবং ঢাকায় শুটিং শেষে অর্থ সংকটে পোস্ট-প্রোডাকশন থেমে গেলে, গণঅর্থায়নের আশ্রয় নেন নির্মাতা। পরে ২০১৯ সালের মাঝামাঝি সিনেমাটি পূর্ণতা পায়।

সিনেমার পরিচালক জাহিদ গগন দ্য রিপোর্টকে জানান, এই ছোট সিনেমাটি করতে নানা কারণে চার বছর সময় ব্যয় হয়েছে। এই সিনেমায় প্রেম আছে, প্রেমের মাইথোলজিক্যাল ন্যারেটিভও আছে। আমি আমার মতো করে প্রেম ধরার চেষ্টা করেছি। সাথে উঠে এসেছে কিছু সত্য ঘটনা। চারপাশের আবহ আমাকে বাধ্য করেছে গল্পটি বলতে তিনি যুক্ত করেন।

এর মাঝে সিনেমার "নিষেধের বেড়াজাল" গানটি লাগভেলকিতে মুক্তি পেয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন ফারহান হাবিব, সংগীত আয়োজন আছির আর্মানের। সিনেমাটি কুয়েলালামপুর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, দাদাবাই ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল, জয়পুর ফিল্ম ফেস্টিভ্যাল, মুম্বাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, ইরানের আন্তর্জাতিক মুবিং ফিল্ম ফেস্টিভ্যালসহ নানা উৎসবে সম্মাননা পেয়েছে।

Link copied!