সেপ্টেম্বর ৪, ২০২১, ০৭:১৫ পিএম
ভারতের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রতিমা মুখোপাধ্যায় মারা গেছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) ভারতের গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গীতবিতানের ছাত্রী প্রতিমা পঞ্চাশের দশকের একজন জনপ্রিয় শিল্পী। সেসময় ‘আকাশবাণী’ রেডিও চ্যানেলে তিনি নিয়মিত গান গাইতেন।
পঞ্চাশের দশকের শেষে মহাজাতি সদনের এক অনুষ্ঠানে শিল্পী শুনিয়েছিলেন ‘বঁধু, কোন্ আলো লাগল চোখে!’ রবীন্দ্রসঙ্গীতটি। প্রতিমার গাওয়া সেই গান মন-প্রাণ ভরিয়ে দিয়েছিল গ্রিন রুমে বসা অনুষ্ঠানের সভাপতি দেবব্রত বিশ্বাসের।ষাটের দশকের শুরুর দিকে প্রতিমার গাওয়া ‘পথে যেতে ডেকেছিল মোরে’ রবীন্দ্রসঙ্গীতটি খুবই জনপ্রিয় হয়।
১৯৫৮ সালে তিনি গান গাইতে রাশিয়া গিয়েছিলেন। ৪০ দিন ধরে সেখানের বিভিন্ন শহরে রবীন্দ্র গান শুনিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন।
সদ্য প্রয়াত শিল্পীর মেয়ে সোমা বসাক গণমাধ্যমকে জানিয়েছেন, শুরুতে প্রতিমা আধুনিক গান, পল্লিগীতিও গাইতেন। সে সব গানেরও রেকর্ড ছিল তাঁর। পরে শ্রোতাদের অনুরোধে রবীন্দ্রগানের শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। আকাশবাণীতে গাওয়ার পাশাপাশি তিনি বহু বছর বিদ্যা ভারতী এবং আওয়ার লেডি কুইন অফ দ্য মিশন স্কুলে গানের শিক্ষকতা করেন।