টলিউডের জনপ্রিয় অভিনেতা এবং সাংসদ দেব। অভিনয় এবং রাজনীতি সমান তালে চালিয়ে যাচ্ছেন তিনি। একদিকে তার অভিনীত সিনেমা ‘গোলন্দাজ’-র প্রচারণা করছেন। অন্যদিকে নির্বাচনকে ঘিরে তৃণমূল কংগ্রেসের জন্য ভোট চেয়ে প্রচারণায় নেমেছে। নিজেই প্রচারণায় নেমে অন্যান্য রাজনীতিবিদদের মাস্ক পরা নিয়ে কটাক্ষ করলেন দেব।
অভিনেতা দেবকে প্রায়ই দেখা যায় সচেতনতার বার্তা দিতে। কিন্তু তাকেই আবার দেখা যায় হাজার হাজার মানুষের সমাগমে নির্বাচনী প্রচারণা চালাতে। তবে রাজনীতির মঞ্চে থেকেও সকলের উদ্দেশ্যে তিনি মাস্ক পরার কথা বলতেই থাকেন। তার মতে, ভোট আসবে যাবে, জীবন ফিরে আসবে না। সম্প্রতি সামনে এসেছে ব্যতিক্রম দেব, কটাক্ষ করলেন রাজনীতিবিদদের। নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে তিনি বলেন, ‘আমাদের দেশে একমাত্র নেতারাই পারেন ইচ্ছেমতো নিয়ম গড়তে এবং ভাঙতে।’ ইতোমধ্যেই তার এই টুইটের জন্য শোরগোল তৈরি হয়ে গেছে নেটদুনিয়ায়।
সম্প্রতি প্রকাশ করা হয়েছে দেব অভিনীত ‘গোলন্দাজ’ সিনেমার টিজার। ভারতে ‘ফুটবলের জনক’ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় তার অভিনয় দেখার জন্য মুখিয়ে ছিল তার ভক্তরা। ১লা বৈশাখ প্রকাশিত হয়েছে ছবির টিজার। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই। ভক্তদের এমন ভালোবাসা পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন দেব। সেই সাথে খোঁচা দিয়েছেন রাজনীতিবিদদের। সাংসদ অভিনেতা দেব লিখেছেন, ‘গোলন্দাজের টিজারকে এতটা ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা সত্যিই আপ্লুত। এরপরই তৃণমূল সাংসদের সতর্কতা, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অকারণে বাইরে বের হবেন না। বাইরে গেলেই মাস্ক পরুন। অবশ্য যদি আপনি কোনও রাজনৈতিক দলের নেতা না হন।’
তার এমন পোস্ট দেখার পর থেকেই শোরগোল শুরু হয়ে গেছে নেট দুনিয়ায়। প্রশ্ন উঠে আসছে একের পর এক। অনেকে বলছেন, দেব নিজেই প্রচারণায় নামছেন প্রতিদিন। যেখানে তাকে দেখতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয় সেখানে মাস্ক কতটুকু কার্যকরী। যদিও এই অভিনেতাকে প্রতিটি সভায় দেখা গেছে সকলকে সতর্ক করতে। তবে তার এমন কটাক্ষের কারন এখন পর্যন্ত জানতে পারেনি নেটিজেনরা।