শাকিব খানের বিরুদ্ধে মানববন্ধন ছাত্রদের

বিনোদন ডেস্ক

অক্টোবর ১৬, ২০২২, ০২:৩৯ এএম

শাকিব খানের বিরুদ্ধে মানববন্ধন ছাত্রদের

নিজেকে নাম্বার ওয়ান, কিং খান, সুপারস্টার দাবি করেও একাধিক বিয়ে করে গোপন রাখা, সন্তান প্রকাশ্যে না আনা, সন্তানকে প্রকাশ্যে আনার পর স্ত্রীকে ডিভোর্স- এমন সব বিতর্কিত বিষয় নিয়ে জড়িয়ে থাকা বাংলাদেশ চলচ্চিত্র তারকা শাকিব খানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন একদল ছাত্র সমাজ।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে এই মানবন্ধন করেন বেশ কয়েকজন ছাত্র। 

মানববন্ধনে অংশ নেওয়া তরুণদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, 'শাকিব খানের বিরুদ্ধে এফডিসির কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।' 

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। প্রায় ১০ বছর পর পুত্রসন্তানের পিতৃত্বের অধিকার ও নিজেদের বিয়ের খবর নিয়ে টেলিভিশন লাইভে আসেন অপু।

ফের ২০২২ সালে ঘটনার পুনরাবৃত্তি ঘটে কেবল সন্তান ও স্ত্রী পরিচয়ে ভিন্ন নারী। চিত্রনায়িকা শবনম বুবলী ফেসবুকে পোস্টের মাধ্যমে শাকিব ও তার এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন।

Link copied!