দুই বছর পর আবারও সরব হতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহগুলো। মুক্তির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার কয়েকটি ছবি। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চারটি সিনেমাই এবার বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর আগামী ১০ জুন মুক্তি পাবে শান্ত খান ও ভারতের শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা ‘বিক্ষোভ’। প্রেক্ষাগৃহের সঙ্গে শাপলা মিডিয়ার ওটিটি প্লাটফর্ম সিনেবাজেও মুক্তি দেওয়া হবে নতুন এই সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক শান্ত খান।
সিনেমার প্রসঙ্গে শান্ত খান বলেন, “পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করাটাই নিঃসন্দেহে আনন্দের বিষয়। শুটিংয়ের সময় অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ তিনি দিয়েছেন। আশা করছি সিনেমাটি দর্শক পছন্দ করবে।”
শান্ত-শ্রাবন্তী ছাড়া এই ছবিতে আরও অভিনয় করেছেন- রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলমসহ আরও অনেকে। এদিকে শান্ত খান শেষ করেছেন আরও তিনটি ছবির কাজ। ‘প্রিয়া রে’, ‘গ্যাংস্টার’ ও ‘বুবুজান’ এই তিনটি সিনেমা শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ‘বিক্ষোভ’চলচ্চিত্র বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি ও শাপলা মিডিয়া ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। চলচ্চিত্রটি নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালের ছাত্র আন্দোলনের ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে।