একাধারে তিনি অভিনেতা, প্রযোজক, প্লেব্যাক শিল্পী ও জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। ফিল্মফেয়ার, জাতীয় চলচ্চিত্রসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। তিন দশকের বেশি সময় ধরে তিনি হিন্দি চলচ্চিত্রে দাপটের সাথে রাজত্ব করে চলেছেন। বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর তিনি। নাম আব্দুর রশিদ সেলিম সালমান খান। তবে ভারত ছাড়িয়ে বিশ্বব্যাপী তিনি ভাইজান ‘সালমান খান’ নামেই পরিচিত।
জীবনের ৫৬ বসন্ত পেরিয়ে ৫৭-তে পা দিলেন বলিউডের এই কিং। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি। হিন্দি চলচ্চিত্রের প্রভাবশালী চিত্রনাট্যকার ও গীতিকার সেলিম খানের বড় ছেলে সালমান খান বাণিজ্যিকভাবে সফল অভিনেতাদের মধ্যে অন্যতম।
১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ চলচ্চিত্রে একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন। ১৯৮৯ সালে সুপার ডুপার ও ব্লকবাস্টার হিট হওয়া চলচ্চিত্র ম্যায়নে প্যায়ার কিয়ায় নায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের অভাবনীয় প্রশংসা কুড়ান।
ম্যায়নে প্যায়ার কিয়া- ছবির সাফল্যে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সল্লু ভাইকে। তারকাদের ছাড়িয়ে তিনি হয়েছেন মহাতারকা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। এর মধ্যে ‘সাজান’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘করণ অর্জুন’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘তেরে নাম’, ‘পার্টনার’, ‘বডিগার্ড’, ‘দাবাং’, ‘রেডি’, ‘বাজরাঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’ র্উল্লেখযোগ্য।
সিনেমার পাশাপাশি টেলিভিশন শো উপস্থাপনায়ও সফল হয়েছেন দাবাং খ্যাত এই নায়ক। জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস’ এর বৈচিত্রময় উপস্থাপনা তাকে খ্যাতির শীর্ষে নিয়ে গেছে।
পর্দায় প্রেমের পাশপাশি বাস্তবেও তিনি একাধিক প্রেমে জড়িয়েছেন বলিউডের এই লাভার বয়। প্রেমিকাদের তালিকাটা বেশ দীর্ঘ। সালমানের জীবনে প্রথম নারী সংগীতা বিজলানি। এর পর সোমী আলী, সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই ও ক্যাটরিনা কাইফসহ অনেকের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সালমান।
প্রেমিক জুটি হিসেবে সালমান-ঐশ্বরিয়া এবং সালমান-ক্যাটরিনার নাম বলিউড সিনে পাড়ায় দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো। তবে কাউকেই জীবনসঙ্গী করতে পারেননি ভাইজান।
৫৭তম জন্মদিন বোধহয় জীবনে ভুলতে পারবেন না 'ভাইজান'। জন্মদিনের এক দিন আগেই সর্পাঘাতে শয্যাশায়ী হন। গত ২৫ ডিসেম্বর মধ্যরাতে পানভেলে নিজের খামারবাড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় তাকে সাপে দংশন করেন। তাতে অবশ্য ভাইজানের জন্মদিনটা মাটি হয়ে যায়নি।