‘চিকু’-কে হারিয়ে সঙ্গীহারা মিমি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২১, ০৪:১২ পিএম

‘চিকু’-কে হারিয়ে সঙ্গীহারা মিমি

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং সাংসদ মিমি চক্রবর্তী এখন শোকে কাতর। হারিয়েছেন তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীকে। নিজের সন্তানের মতো স্নেহ করা চিকু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আট বছরের পোষাকুকুর ল্যাব্রাডর চিকুকে নিয়ে মর্মস্পর্শী পোস্ট দিয়েছেন মিমি।    

চিকুকে হারিয়ে শোকাহত মিমি তার সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছেন, 'তুমি চলে গেলে আমার কিছুটা অংশ সঙ্গে নিয়ে। সমস্ত যন্ত্রণা থেকে দূরে গিয়ে শান্তিতে থেকো। মা তোমাকে ভালোবাসে' তার পোস্টে বোঝা গেছে এ যেন সন্তানহারা হওয়ার যন্ত্রনা। অভিনেত্রী মিমির সবচেয়ে খারাপ সময়ে তার পাশে ছিলেন চিকু। বলা যায় চিকুই ছিল তার সবকিছু। তাই চিকুকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী।

গত ৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছিলেন মিমি। জানিয়েছিলেন, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি। চিকুর শরীরে ক্রমশ ছড়িয়ে পড়ছে মারণরোগ ক্যানসারতাই কলকাতায় চিকিৎসকরা আশা ছেড়ে দেওয়ার পরে চিকিৎসা করাতে চেন্নাইও পাড়ি দেন মিমি। তখন চিকুর আরোগ্য কামনা করে মিমিকে সাহস জুগিয়েছিলেন অঙ্কুশ হাজরা, রাজ চক্রবর্তী, সত্যজিৎ সেন, বিক্রম চট্টোপাধ্যায়সহ আরও অনেকেই।

কিন্ত শেষ পর্যন্ত লড়াইতে পরাজিত হয় চিকু। প্রিয় চিকুর জন্য শোকাহত মিমিকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন অনেকেই। তবে এতে স্বাভাবিক হতে পারছেন না মিমি। অনেক বেশি ভেঙ্গে পড়েছেন এই সাংসদ অভিনেত্রী।

Link copied!