‘কঙ্গনা বিপজ্জনক,ওঁর মানসিক চিকিৎসা দরকার’: টলিপাড়ায় নিন্দার ঝড়

বিনোদন ডেস্ক

মে ১৮, ২০২১, ০১:৪৪ এএম

‘কঙ্গনা বিপজ্জনক,ওঁর মানসিক চিকিৎসা দরকার’: টলিপাড়ায় নিন্দার ঝড়

ভারতের গঙ্গায় কয়েক হাজার লাশ ভাসার ছবি প্রসঙ্গে বলিউডের কন্ট্রভিার্সি কুইন কঙ্গনা রানাওতের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন অভিনেতা কৌশিক সেন, পরমব্রত চেট্টপাধ্যায় এবং পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।

কেউ বলেন সুচিন্তিত বদমায়েশি করছে কঙ্গনা,আবার কেউ বলছে কঙ্গনা বিপজ্জনক মানুষ,ওঁর মানসিক  চিকিৎসা দরকার।

ঈদুল ফিতরের দিন ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন কঙ্গনা। ভিডিওতে তিনি বলেন,গঙ্গায় লাশ ভাসার ছবি বলে যা চালানো হচ্ছে,সব ভুয়ো। ওটা আসলে নাইজেরিয়ার একটি নদীতে লাশ ভেসে ওঠার ছবি। দেশের বদনাম করতে,দেশকে নীচের দিকে নামাতে এসব মিথ্যে ছবি ছড়ানো হচ্ছে।

অভিনেত্রীর এই মন্তব্য নিয়ে শুক্রবার থেকেই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তীব্র ট্রোলের মুখে পড়তে হয়েছে তাকে। কেউ লিখেছেন,দেশে মৃত্যু মিছিল চলছে, এবার তো গেরুয়া চশমা খুলুন। আবার কেউ লিখেছেন, বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির নতুন চিত্রনাট্য মুখস্থ করেই ভিডিও করে ফেলেছেন কঙ্গনা।

বিজেপি ভক্ত কঙ্গনার এই বক্তব্যের জেরে কৌশিক সেন বলেছেন, ‘কঙ্গনা একজন বিপজ্জনক মানুষ।যে কোনও সুস্থ মানুষই মনে করে ওঁর চিকিৎসা দরকার।’

কমলেশ্বরের বক্তব্য, ‘এসব আসলে সুচিন্তিত বদমায়েশি।’ তিনি আরও বলেন, ‘অভিনেত্রী হিসাবে যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন। কিন্তু বিজেপির সংস্পর্শে আসার পর থেকে তিনি অনেক দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলেই চলেছেন।’

পরমব্রতর বলেন,‘উন্মাদের সুস্থ চিকিৎসা রয়েছে। কঙ্গনা যে দলের মুখপাত্রর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তারা অভিনেতাদের সম্পর্কে কী ধারণা পোষণ করে সবাই জানে। কঙ্গনাও ওই ধারণারই ব্যক্তি।’

সূত্র: দ্য ওয়াল।

Link copied!