ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আত্মবিশাসী শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৪, ২০২১, ১০:২৭ এএম

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আত্মবিশাসী শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই দুটি দল বিশ্বকাপের সুপার টুয়েলভে দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করেছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যেভাবে জয় পেয়েছে এতে করে বাংলাদেশ বার্তা পেয়ে গেছে। শতভাগের বেশিটা দিতে হবে এই দুই দলের বিপক্ষে ভাল করতে হলে। ইংল্যান্ড বোলিংয়ে ভয়ঙ্কর। তারা ৫৫ রানে অলআউট করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। আর অস্ট্রেলিয়া তো চিরকালই ভয়ঙ্কর। আর এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে শুরু করেছে তারা। 

ইংল্যান্ডের আদিল রশিদ ও মঈন আলির স্পিন বিষে ছাড়খাড় হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আজ বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ-১এর ম্যাচে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ইংল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে ক্যারিবীয়রা। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৪ দশমিক ২ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এর মাধ্যমে  টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ও নিজেদের সর্বনিম্ন রানের লজ্জায় পড়লো দু’বারের চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইংল্যান্ড। এর আগে পাঁচবার মোকাবেলায় প্রতিবারই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

কষ্টার্জিত জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করলো অস্ট্রেলিয়া। আজ সুপার টুয়েলভে গ্রুপ-১এ নিজেদের প্রথম ও টুর্নামেন্টের উদ্বোধনী  ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে  ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া ।  মামুলি সংগ্রহের  বিপক্ষেও ইনিংসের শেষ ওভারে জয়ের স্বাদ পেতে হয়েছে অস্ট্রেলিয়াকে।

Link copied!