লর্ডসে আজ দ্বিতীয টেস্টের পঞ্চম দিনের খেলা। ভারত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮১ রান সংগ্রহ করেছে। এখন তাদের হাতে লিড ১৫৪ রান। আর হাতে ৪ উইকেট রয়েছে। ঋশভ পান্ট ১৪ ও ইশান্ত শর্মা ৪ রানে অপরাজিত। আজ তারা খেলতে নামবেন। দেখার বিষয় হচ্ছে কত বড় টার্গেট তারা ইংল্যান্ডকে দেবে।
৫ টেস্টের সিরিজ এটি। প্রথম টেস্ট ম্যাচটি বৃষ্টির জন্য পণ্ড হয়ে যায়। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৬৪ রান সংগ্রহ করেছিল। জবাবে ইংল্যান্ড ৩৯১ রান সংগ্রহ করে।
দ্বিতীয় ইনিংসে ভারতের অজিনকা রাহানে ৬১, চেতেশ্বর পুজারা ৪৫, রোহিত শর্মা ২১ ও বিরাট কোহলি ২০ রানে আউট হয়েছেন। ভারতের এখন পান্ট ছাড়া আর মূল ব্যাটসম্যান নেই। ফলে তার ওপর অনেক কিছু নির্ভর করছে।