লর্ডস টেস্টে নাটকীয়তার অপেক্ষা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২১, ০৪:৫৯ এএম

লর্ডস টেস্টে নাটকীয়তার অপেক্ষা

লর্ডসে ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচটি চলছে। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩ উইকেটে ১১৯ রানে দিন শেষ করেছে। জনি বেয়ারস্টো ৬ ও জো রুট ৪৮ রানে খেলছেন। এখনো ইংল্যান্ড ২৪৫ রানে পিছিয়ে রয়েছে। 

৫ টেস্টের সিরিজ এটি। প্রথম টেস্ট ম্যাচটি বৃষ্টিতে ড্র হয়। ভারত কাল প্রথম ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই ইংল্যান্ড। টেস্ট ম্যাচের আরো ৩দিন রয়েছে। তবে মনে হচ্ছে এই ম্যাচটি জমবে। লর্ডসে তো স্পোর্টিং উইকেটই থাকে।

লোকেল রাহুল টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। কাল তিনি ১২৯ রানে আউট হয়েছেন। এছাড়া রবিন্দ্র জাদেজা ৪০ ও ঋশভ পান্ট ৩৭ রান করেছেন। আগের দিন কোহলি ৪২ ও ৮৩ রান করেছিলেন রোহিত শর্মা। ভারত প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করেছিল। 

ইংল্যান্ড প্রথম ইনিংসে বেশ লড়াই করছে। ররি বার্নস ৪৯ রানে মোহাম্মদ সামির শিকারে পরিণত হন। এছাড়া ডম শিবলি ১১ ও হাসিব হামিদ রানের খাতা খুলতে পারেননি। শিবলি ও হাসিবের উইকেট ভারতের সিরাজের।  

Link copied!