লাবুসেনের দিনে হতাশ স্মিথ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২১, ০৭:০৭ পিএম

লাবুসেনের দিনে হতাশ স্মিথ

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেছেন ব্যাটার র্মানাস লাবুশেন। লাবুশেনের ১০৩ রানের সুবাদে দিবা-রাত্রির টেস্টে ৯ উইকেটে ৪৭৩ রানে প্রথম ইনিংস ঘোষনা করেছে অস্ট্রেলিয়া। এছাড়া ডেভিড ওয়ার্নার ৯৫ ও স্টিভেন স্মিথ ৯৩ রান করেন। 

অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষনার পর দিনের শেষভাগে ব্যাট হাতে নেমে বিপদেই পড়েছে ইংল্যান্ড। ১৭ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে ইংলিশরা। তাই দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৪৫৬ রানে পিছিয়ে সফরকারী  ইংল্যান্ড। 

ওয়ার্নারের ৯৫ ও লাবুশেনের অপরাজিত ৯৫ রানের উপর ভর করে প্রথম দিন শেষে ৮৯ ওভারে ২ উইকেটে ২২১ রান করেছিলো অস্ট্রেলিয়া। স্মিথ  অপরাজিত ছিলেন ১৮ রানে ।

আজ দিনের পঞ্চম ওভারে বাউন্ডারি মেরে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেয়া লাবুশেনকে থামতে হয় নবম ওভারেই।  

ইংল্যান্ডর পেসার ওলি রবিনসনের বলে লেগ বিফোর হওয়ার আগে  ৩০৫ বল খেলে ৮টি চারে ১০৩ রান করেন লাবুশেন। 

লাবুশেনের সাথে ৬৫ রানের পর ট্রাভিস হেডের সাথেও ৫০ রানের জুটি গড়েন স্মিথ। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান হেড ১৮ রান করে ফিরেন। ক্যামরুন গ্রিন ২ রানের বেশি করতে পারেননি। 

তবে ক্রিজে স্মিথকে ভালোই সঙ্গ দেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। ক্যারির সাথে বড় জুটি গড়ার পথে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন স্মিথ। কিন্তু ওয়ার্নারের মত দুভার্গ্য তার। নাভার্স-নাইন্টিতে থামতে হয় তাকে। ১২টি চার ও ১টি ছক্কায় ২০১ বলে ৯৩ রান করেন স্মিথ। ক্যারির সাথের জুটিটাও নাভার্স-নাইন্টিতে থামে। ষষ্ঠ উইকেটে ক্যারি ও স্মিথ ৯১ রান যোগ করেন। 

স্মিথ ফিরে যাবার ৯ বল পরই আউট হন হাফ-সেঞ্চুরির ইনিংস খেলা ক্যারি। ৫টি চারে ৫১ রান করেন তিনি। স্বীকৃত ব্যাটারদের বিদায়ের পর অস্ট্রেলিয়ার লোয়ার-অর্ডারে ছোট-ছোট ইনিংস খেলেছেন মিচেল স্টার্ক ও অভিষেক টেস্ট খেলতে নামা মাইকেল নেসার। নেসার ৩৫ ও স্টার্ক অপরাজিত ৩৯ রান করেন। ৯ রান করা ঝাই রিচার্ডসনের আউটের পর ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বেন স্টোকস ৩টি ও জেমস এন্ডারসন ২টি উইকেট নেন। 

এরপর ব্যাট হাতে নেমে সপ্তম ওভারে ও দলীয় ১২ রানের মধ্যে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ররি বার্নসকে ৪ রানে আউট করেন স্টার্ক। আর হাসিব হামিদকে ৬ রানে আটকে অভিষেকে উইকেট শিকার করেন হামিদ। 

দিন শেষে ডেভিড মালান ১ ও অধিনায়ক জো রুট ৫ রানে অপরাজিত আছেন। 

হঠাৎ আকাশে বজ্রপাতের কারনে ৭ ওভার বাকী থাকতেই দিনের খেলা শেষ হয়।

Link copied!