কলম্বোয় তৃতীয় ওয়ানডে ম্যাচ ছিল শ্রীলংকা ও জিম্বাবুয়ের। চোট কাটিয়ে এ ম্যাচে ফেরেন স্পিনার হাসারাঙ্গা। ২৭ ওভারে নেমে আসা ম্যাচে জিম্বাবুয়ে অলআউট ৯৬ রানে। হাসারাঙ্গা ১৯ রান দিয়ে ৭ উইকেট নেন।
শ্রীলংকা ম্যাচটি ১৬.৪ ওভারে জিতে নেয় (৯৭/২)। ৮ উইকেটের জয় ছিল এটি। ৩ ম্যাচের সিরিজ শ্রীলংকা জিতে নেয় ২-০ ব্যবধানে।
ম্যাচসেরা হন হাসারাঙ্গা।