জুন ১৩, ২০২৪, ০৯:১৩ পিএম
ভারতের সাবেক ক্রিকেট বিরেন্দর শেবাগ সাকিব আল হাসানের পারফরম্যান্স নিয়ে কথা বলেছিলেন। টি টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুইম্যাচে সাকিব খারাপ খেলেন। সাকিব সেন্ট ভিনসেন্টে ভাল ব্যাটিং করেন। ৪৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। শেবাগের সমালোচনার জবাব কিনা এমন পারফম্যান্স! সাকিব হেসে বলেন, একজন প্লেয়ার কখনও উত্তর দিতে আসে না।’
শেবাগ বলেছিলেন, লজ্জিত হয়ে টি টোয়েন্টি ছেড়ে দেয়া উচিত। সাকিব অবশ্য পাল্টা কিছু বলেননি। তিনি মনে করেন এটা স্বাভাবিক,‘ সমালোচনার জবাব দেওয়ার জন্য কোনো খেলোয়াড় খেলে না। দলের হয়ে অবদান রাখা তার কাজ। সে সেটা করতে পারলে অনেক কথা হবেই। আমার মনে হয় সমালোচনা অতো খারাপ কিছু নয়।`
প্রথম দুই ম্যাচে সাকিব খারাপ খেলেছিলেন। সে প্রসঙ্গে শেবাগ বলেছিলেন,‘ গত বিশ্বকাপেই আমার এমন মনে হয়েছে, তাকে আর টি-টোয়েন্টিতে খেলানো উচিত নয়। অনেক আগেই তার অবসর নেওয়ার সময় হয়েছে। তুমি এতো সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিলে, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন, সাকিবের নিজেরই তো লজ্জা পাওয়া উচিত। নিজেরই বলা উচিত, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি।`
বাংলাদেশের সামনে এবার নেপাল। সুপার এইটের হাতছানি সাকিবদের।