জুলাই ৩০, ২০২৪, ০৫:১৫ পিএম
গোল করছেন আর্জেন্টিনার আলমাদা। ছবি: টুইটার
অলিম্পিকের পুরুষ ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ইউক্রেনকে তারা মঙ্গলবার হারিয়েছে ২-০ গোলে। এই জয়ে শেষ আটে জুলিয়ান আলভারেজদের দল।
এই ম্যাচের ৪৭ মিনিটে গোল করেন থিয়াগো আলমাদা। অপর গোলটি এসেছে অতিরিক্ত সময়ে। এচেভেরি গোল করেছেন শেষ সময়ে।
এছাড়া প্যারিস অলিম্পিকে এখন অবধি কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, মিশর ও মরক্কো।