৬৯ বছর পর ঘরের মাঠে ব্রাজিলের হার

মুবিন আহমেদ

নভেম্বর ২২, ২০২৩, ০৯:৩৭ এএম

৬৯ বছর পর ঘরের মাঠে ব্রাজিলের হার

সংগৃহীত ছবি

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নিজেদের ঘরের মাঠ  মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে ব্রাজিল। ৬৯ বছর পর এই স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের কোনো ম্যাচ হারল সেলেসাওরা। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে পেয়েও হারের বৃত্ত থেকে বের হতে পারলেন না কোচ ফার্নান্দো দিনিজের শিষ্যরা।

২০২১ কোপা আমেরিকার ফাইনালের পর আবারও মারাকানায় ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা।

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই টানটান উত্তেজনার হাতছানি, যার প্রতিফলন ঘটল এই ম্যাচেও। মাঠের খেলা শুরুর আগেই মাঠের বাইরে অঘটন দিয়ে শুরু, জাতীয় সঙ্গীত চলাকালীন গ্যালারিতে আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে গোলমাল বাঁধে ব্রাজিল পুলিশের। আলবিসেলেস্তে সমর্থকদের লাঠিপেটাও করতে দেখা যায় ব্রাজিলের পুলিশকে।

যা দেখে খেলা শুরু না করে লিওনেল মেসি তার দলবল নিয়ে এগিয়ে যান নিজেদের সমর্থকদের বাঁচাতে। পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর শুরু হয় খেলা।

মাঠে নিজেদের মাথা ঠান্ডা রাখতে পারেননি সেলেসাও খেলোয়াড়রা। মোট ২৬টি ফাউল করেছেন তারা। ৮২ মিনিট জোয়েলিনটন সরাসরি লাল কার্ড দেখেছেন, এছাড়া হলুদ কার্ড দেখেছেন আরও তিন ব্রাজিলিয়ান। এতকিছুর মধ্যে ফুটবলে জেতার জন্য আসল যে কাজ করতে হয়, সেই গোলটি পেয়েছে আর্জেন্টিনাই।

৬৩ মিনিটে লো সেলসোর অ্যাসিস্ট থেকে নিকোলাস ওতামেন্দি করেন ম্যাচের একমাত্র গোলটি। সেটিই শেষ পর্যন্ত তিন পয়েন্ট এনে দেয় বিশ্বচ্যাম্পিয়নদের। আগের দুই ম্যাচে কলম্বিয়া ও উরুগুয়ের কাছে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে বেশ চাপে পড়েছে ব্রাজিল।

মারাকানায় ১৯৫৪ সালে সর্বশেষ বিশ্বকাপ বাছাইপর্বের কোনো ম্যাচ হেরেছিল সেলেসাওরা। ৬৯ বছর সেই স্মৃতি আবারও ফিরিয়ে আনলেন লিওনেল মেসি-রদ্রিগো দি পলরা।

২০২৬ বিশ্বকাপ  বাছাইয়ে এটা ব্রাজিলের টানা তৃতীয় হার। অন্যদিকে, আগের ম্যাচে উরুগুয়ের কাছে দুই গোলে হারের পর এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষে আর্জেন্টিনা। ৬ ম্যাচের ৩ টি তে হেরে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে নেমেছে ব্রাজিল।

Link copied!