বিপিএলের পর্দা উঠছে দুপুরে, শুরুতেই মুখোমুখি ঢাকা-কুমিল্লা

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৪, ১০:২০ এএম

বিপিএলের পর্দা উঠছে দুপুরে, শুরুতেই মুখোমুখি ঢাকা-কুমিল্লা

শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হচ্ছে বিপিএলের ১০ম আসর। দিনের প্রথম ম্যাচে দুপুর আড়াইটায় মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা মুখোমুখি হবে।এছাড়া উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় লড়বে গেল আসরের রানারআপ সিলেট সিক্সার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এবার নেতৃত্বে বদল এসেছে। ইমরুলকে সরিয়ে লিটনের ওপর ভরসা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লীগের সবচেয়ে সফল দল ওরা।

দেশি-বিদেশির সমন্বয়ে দারুণ দল। কোচ সালাহউদ্দিনের পরিকল্পনা আর মুস্তাফিজ-হৃদয়ের মতো পরীক্ষিত পারফর্মারদের নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। উড়ন্ত শুরুর লক্ষ্য কুমিল্লার।

এবারের বিপিএলে প্রায় সব দলই নতুন করে অধিনায়ক বেছে নিয়েছে। যেখানে আধিক্য দেখা যায় তরুণদের।

নতুন করে এবারের আসরে আসা দুর্দান্ত ঢাকার অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। গতবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নেতৃত্ব দেওয়া শুভাগত হোমকে এবারও রেখে দেওয়া হয়েছে। এদিকে অধিনায়কত্ব নিয়ে সাকিব আল হাসানের অনিচ্ছার কারণে রংপুর রাইডার্স বেছে নিয়েছে নুরুল হাসান সোহানকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে নতুন মুখ লিটন দাস। ইমরুল কায়েসকে সরিয়ে নতুন করে দায়িত্ব পেয়েছেন এই ওপেনার। খুলনা টাইগার্সের দায়িত্বেও নতুন মুখ, এনামুল হক বিজয়কে অধিনায়ক করেছে তারা।

এদিকে ফরচুন বরিশাল দায়িত্ব দিয়েছে সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালকে। সিলেট স্ট্রাইকার্সের দায়িত্বে যথারীতি আছেন মাশরাফি বিন মুর্তজা। সবমিলিয়ে এবারের বিপিএলে তিনটি দল চট্টগ্রাম, রংপুর এবং সিলেট পুরোনো অধিনায়কদের ধরে রেখেছে।

Link copied!