ফানুস উড়িয়ে আজ শুক্রবার পর্দা উঠেছে বিপিএলের দশম আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শের-ই-বাংলায় ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
বিপিএল ইতিহাসেই সবচেয়ে সফল দল কুমিল্লা। সর্বশেষ দুই মৌসুমসহ এখন পর্যন্ত চারবার শিরোপাৎসব করেছে মেঘনা পারের এ ফ্র্যাঞ্চাইজিটি। শিরোপা ধরে রাখার মিশনে আসা কুমিল্লা অবশ্য দলে একটি চমক রেখেছে। সর্বশেষ মৌসুমে ইমরুল কায়েসের নেতৃত্বে চ্যাম্পিয়ন হলেও এবার অধিনায়কত্বের ভার দিয়েছে লিটন কুমার দাসের কাঁধে। প্রথম ম্যাচে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে নেমেছে ভিক্টোরিয়ানস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম, ইমরুল কায়েস, মুশফিক হাসান, খুশদিল শাহ, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, রোসটন চেজ।
দুর্দান্ত ঢাকা একাদশ: তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, ইরফান শুক্কুর, মোহাম্মদ নাঈম, চতুরঙ্গা ডি সিলভা, উসমান কাদির, লাসিথ ক্রসপুলে ও দানুশকা গুনাথিলাকা।