১৯০০ সালের পর ক্রিকেট আবারও অলিম্পিকে

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৩, ০৮:০৮ এএম

১৯০০ সালের পর ক্রিকেট আবারও অলিম্পিকে

সংগৃহীত ছবি

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ এর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে ফের ক্রিকেট খেলাকে দেখা যাবে অলিম্পিক আসরে। সুখবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

১৯০০ সালের প্যারিস অলিম্পিকের পর আর কোনো অলিম্পিকে ক্রিকেট খেলাকে দেখা যায়নি। তাও মাত্র এক ম্যাচই হয়েছিল সেবার। স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল গ্রেট ব্রিটেন।

১৪-১৬ অক্টোবরের চূড়ান্ত ভোটাভুটি শেষে অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

সোমবার (১৬ অক্টোবর) ক্রিকেটকে যুক্ত করার ঘোষণা দিয়েছে আইওসি। অলিম্পিকে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ক্রিকেট। ছয়টি দল নিয়ে ক্রিকেট ইভেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছে লস এঞ্জেলেস অলিম্পিকের আয়োজকরা।

অলিম্পিকের মাধ্যমে ক্রিকেট পুরো বিশ্বে জনপ্রিয় হয়ে উঠবে, নতুন নতুন দর্শক তৈরি হবে বলে মনে করেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে।

বার্কলে বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করা হয়েছে। আইওসিকে ধন্যবাদ জানাতে চাই এবং একইসঙ্গে এলএ২৮ কে তাদের সমর্থন ও আমাদের সংস্থার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। বিশ্বমানের খেলার সাহায্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে অলিম্পিকের নতুন নতুন সমর্থক তৈরি হবে।’

ক্রিকেট ছাড়াও ২০২৮ সালের লস এঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে- বেসবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ ও ল্যাক্রোস।

Link copied!